Dakshin 24 Pargana : ভাঙড়ে শক্তি পুনরুদ্ধারে তৎপর তৃণমূল, ISF সহ একাধিক দল থেকে যোগদানের হিড়িক – many workers form isf jomi rokkha committee join tmc at bhangar


West Bengal News : পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে দলের ভিত মজবুত করতে তৎপর রাজ্যের শাসক দল। কয়েক বছর পর তৃণমূল বিধায়ক শওকত মোল্লার নেতৃত্বে পাওয়ার গ্রিড এলাকায় সভা করল তৃণমূল কংগ্রেস। সেই সভায় শুধু জমি কমিটি নয়, একইসঙ্গে ISF থেকেও বেশ কিছু কর্মী, সমর্থকরা তৃণমূলের যোগদান করেন। ফলে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে ভাঙড়ে তৃণমূল জোর লড়াই দিতে প্রস্তুত বলেই মত রাজনীতির কারবারিদের।

একদিকে, ভাঙড়ের জমি-জীবিকা-বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির আন্দোলন এবং অন্যদিকে, ISF- এর দ্বিমুখী চাপে ওই এলাকায় অনেকটাই চাপে ছিল তৃণমূল কংগ্রেস। ফের পুরনো সংগঠন পুনরুদ্ধারের চেষ্টায় শনিবার বিকেলে পাওয়ার গ্রিড এলাকার শ্যামনগর মোড়ে কর্মী সভার আয়োজন করে তৃণমূল।

TMC Vs ISF : নওশাদ সিদ্দিকির মঞ্চ বাঁধা নিয়ে TMC-ISF সংঘর্ষ, ফের উত্তপ্ত ভাঙড়
এদিন ওই কর্মিসভায় শওকত মোল্লা ছাড়াও উপস্থিত ছিলেন ভাঙড়ের আহ্বায়ক আরাবুল ইসলাম, হাকিমুল ইসলাম, খয়রুল ইসলাম, ওদুত মোল্লা সহ ভাঙড়ের প্রথম সারির তৃণমূল নেতৃত্ব। বস্তুত, জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির দাপটে দীর্ঘদিন ধরে শাসক দল পাওয়ার গ্রিড এলাকায় তাঁদের দলীয় কর্মসূচি পালন করতে পারেনি।

শুধু তাই নয়, পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার পরেও জমি কমিটির বাধায় পঞ্চায়েত অফিসে ঢুকতে পারেন না প্রধান, উপপ্রধান সহ সদস্যরা। এদিন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ভাঙড়ের সমস্ত তৃণমূল নেতৃত্ব এক মঞ্চে শামিল হয়ে এই কর্মসূচি পালন করে।

TMC ISF Clash : তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ ISF-এর বিরুদ্ধে, ফের উত্তপ্ত ভাঙড়
এদিনের কর্মসূচিতে বিধায়ক শওকত মোল্লা বলেন, “আইএসএফ বা জমি কমিটির সঙ্গে থাকলে কোন উন্নয়ন হবে না এলাকায় কোন শান্তি ফিরবে না। সে কারণেই সাধারণ মানুষ আমাদের দিকে ফিরছে।” পাশাপাশি তিনি আরও জানান, সারা ভাঙড় জুড়ে আগামী দিন এই যোগদান কর্মসূচি চলবে।

তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, “এলাকায় জমি রক্ষা কমিটি পাওয়ার গ্রিড, হসপিটাল, কোল্ড স্টোর সহ একাধিক জায়গা থেকে কোটি কোটি টাকা তছরুপ করেছে। এলাকায় সাধারণ মানুষ এসব বুঝেছে। তাঁরা সকলেই আমাদের দলে চলে আসবে।”

অভিযোগ উড়িয়ে দিয়ে জমি রক্ষা কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, “দুর্নীতির অভিযোগে মিন্টু বিশ্বাস, আবু তালেব বিশ্বাসদের আমরা এক বছর আগে দল থেকে বের করে দিয়েছিলাম। এর আগেও ওরা তৃণমূলে যোগদান করেছিল বলে দেখান হয়েছিল।” মানুষকে ভুল বোঝাতে আবারও তাদেরকে তৃণমূলে যোগদান করান হচ্ছে বলে দেখানো হয়েছে বলে তাঁর মত।

Saokat Molla : ‘খুনের পরিকল্পনা ছিল…’, ভাঙড়ের ঘটনায় ISF-র বিরুদ্ধে বিস্ফোরক শওকত
বিষয়টি নিয়ে ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “শওকত মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য এসব নাটক ছাড়া আর কিছু নয়।” কয়েকজন যাঁরা এসেছে, তাঁদের ভয় দেখিয়ে নিয়ে আসা হয়েছে বলেও দাবি করেন নওশাদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *