Kurmi Protest : থামছেই না বিক্ষোভ, মঙ্গলবার থেকে ফের আন্দোলনের হুঁশিয়ারি কুড়মি সমাজের – kurmi people going to start protest against an entire state from tuesday


Purulia News : তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি কুড়মি জাতি সম্পর্কে যে অসম্মান সূচক মন্তব্য করেছেন তা যদি তিনি ২৪ ঘণ্টার মধ্যে পরিহার না করেন তাহলে আগামীকাল মঙ্গলবার পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় তার কুশপুতুল দাহ করে অবরোধ কর্মসূচি পালন করবেন আদিবাসী কুড়মি সমাজের কর্মীরা। সোমবার পুরুলিয়া শহরে একটি সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন আদিবাসী কুড়মি সমাজের মুখ্য উপদেষ্টা অজিত প্রসাদ মাহাতো। এদিন অজিত মাইতিকে রাজনীতিতে একজন ‘অনভিজ্ঞ’ বলেও মন্তব্য করেছেন অজিত প্রসাদ মাহাতো।

একইসঙ্গে অজিত প্রসাদ মাহাতো সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে সমর্থন করবে না আদিবাসী কুড়মি সমাজ। এমনকি কুড়মিদের দেওয়ালে রাজনৈতিক প্রচার করে দেওয়াল লিখন করতেও দেওয়া হবে না বলে এদিন জানিয়েছেন আদিবাসী কুড়মি সমাজের মূল খুঁটি মূল মানতা।

Kurmi Protest : ‘ক্ষমা চাওয়া উচিত…’, কুড়মি আন্দোলন নিয়ে বিধায়কের বিতর্কিত মন্তব্যে বার্তা তৃণমূলের
যতদিন পর্যন্ত না কুড়মি দের ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার জন্য রাজ্য সরকার CRI রিপোর্ট এর কন্টেন্ট ও জাস্টিফিকেশন এর কপি পাঠাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে বলেও জানিয়ে দিয়েছেন অজিত প্রসাদ মাহাতো।

এদিন তিনি বলেন, “নির্বাচনে কুড়মি সমাজের দেওয়ালে দেওয়ালে সমস্ত রাজনৈতিক প্রচার নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি রাজনৈতিক মিটিং, মিছিলেও অংশ গ্রহণ করবে না আদিবাসী কুড়মি সমাজের মানুষজন। কুড়মি সমাজ নিজেদের অধিকারের জন্য লড়াই করছে। আর এই লড়াইয়ে পাশে থাকার বদলে লাগাতার কুৎসা করে যাচ্ছে রাজ্যের শাসকদল। এটা আমরা মেনে নেব না। কাল থেকে আন্দোলনের ঝাঁজ দেখবে রাজ্য সরকার।”

Kurmi Community : অশান্তি ছড়ালে তাঁকেই দায়িত্ব নিতে হবে, TMC বিধায়কের মন্তব্যে হুঁশিয়ারি কুড়মি নেতার
এদিকে, তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি শনিবারের করা মন্তব্যের পর রবিবার নতুন করে অজিত মাইতি বলেন, “দেওয়াল লিখতে দেব না বললে আমরাও চুড়ি পরে বসে নেই। দেওয়াল আমরা লিখবই।” বারবার এই ধরনের মন্তব্য নিয়ে সোমবার সকাল থেকেই কুড়মি সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়।

Kurmi Protest : এবার কুড়মিদের লক্ষ্য শ্রীকান্ত মাহাতো, বাড়ির বাইরেই মন্ত্রীর কুশপুতুল দাহ
এদিন অজিত প্রসাদ মাহাতো আরও বলেন, “অজিত মাইতি যে মন্তব্য করেছেন তা ধিক্কার যোগ্য। ক্ষমা তাঁকে চাইতেই হবে।” এদিকে অজিত মাইতির এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ক্ষমা চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অজিত মাইতির বক্তব্যের বিরোধিতা করে তাঁর এই মন্তব্যের পাশে দল যে নেই, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন তিনি। তাতেও যে বিক্ষোভের ঝাঁজ কমাতে রাজি নন কুড়মিরা। তা এদিন পরিষ্কার হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *