Durgapur News : হিংসা ছাড়া ভিন্ন ছবি যৌনপল্লির নির্বাচনে – a different picture of the was seen in durgapur kadaroad election


এই সময়, দুর্গাপুর: নির্বাচনের ভিন্ন ছবি দেখা গেল দুর্গাপুরের কাদারোড যৌনপল্লিতে। হিংসা, গন্ডগোল, বাদ-প্রতিবাদ ছাড়াই। নিয়মমাফিক পুলিশ মোতায়েন থাকলেও কোনও ভূমিকা ছিল না তাদের।

Gemstone : বিশ্বের সবচেয়ে বড় পান্না উদ্ধার দুর্গাপুরের যুবকের! রোমহর্ষক অ্যাডভেঞ্চারের কথা জানালেন মানস
তবে উত্তেজনা ছিল টানটান। দুপুর ১২টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। তার অনেক আগেই ৯ জন প্রার্থী তাঁদের প্রতীক নিয়ে বসে পড়েন বুথের একধারে। সাত দিন ধরে পল্লির প্রতিটি ঘরে গিয়ে প্রচার চালিয়েছেন প্রার্থীরা। কোনও কোনও প্রার্থী নিজের ছবি দিয়েও প্রচার করেছেন। সচিব, সভাপতি, কোষাধ্যক্ষ ও প্রতিনিধি এই চারটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন। সভাপতি পদে লড়াইয়ে রয়েছেন তিন জন। প্রতিদ্বন্দ্বিতা প্রবল থাকলেও প্রার্থীদের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। ভোটার থেকে প্রার্থীদের একটাই কথা, “আমাদের এখানে নির্বাচনে কোনও গন্ডগোল হয় না। প্রত্যেকে নিজেদের মতো করে প্রচার করেন। একে অপরকে বাধা দেন না। সুষ্ঠু ভাবে ভোট হয়।”

Panchayat Election : ‘TMC-র পাশেই রয়েছে মতুয়ারা’, পঞ্চায়েত নির্বাচনের আগে বার্তা মমতাবালার
মোট ভোটার ৮২০ জন। ভোট চলেছে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত। ঘুড়ি, জাহাজ, বাস, কেটলির মতো প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন প্রার্থীরা। ভোট হয় ব্যালটে। দুর্বার থেকে দেওয়া কার্ডই ভোটারদের পরিচয়পত্র। ভোটে জয়ীরা আগামী তিন বছর এই যৌনপল্লির মেয়েদের নিরাপত্তা, সুবিধা ও অসুবিধা দেখবেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান পরিচালনার কাজ করবেন। এদিন সন্ধ্যাতেই প্রকাশিত হয় ভোটের ফল।

Durgapur News : ‘খেলার মাঠকে কেড়ে নিও না…’,দুর্গাপুরে আন্দোলনে কচিকাচারা
ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণে পাঁচ শিক্ষাবিদকে নিয়ে গড়া কমিটির সঙ্গে রয়েছেন দুর্বারের দুই প্রতিনিধি। দুর্বারের জনসংযোগ আধিকারিক মহাশ্বেতা মুখোপাধ্যায় বলেন, “ভোট নিয়ে দুর্গাপুর শুধু নয়, কোনও যৌনপল্লিতেই গন্ডগোল হয় না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জেলার যৌনপল্লিগুলিতে নির্বাচন সম্পন্ন হবে। ডিসেম্বরের গোড়ায় ভোট হবে কলকাতায়। তার পর ১৮ ডিসেম্বর গঠিত হবে সেন্ট্রাল কমিটি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *