North 24 Parganas News : আমডাঙায় ই-কমার্স সংস্থার গোডাউনে ভয়াবহ আগুন! কারণ খতিয়ে দেখছে দমকল – fire incident at ecommerce company godown at amdanga


West Bengal News গভীর রাতে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা আমডাঙায় (Amdanga)। একটি নামী ই-কমার্স সংস্থার গোডাউনে আগুন (Fire at E-Commerce Company Godown) লাগে। আট ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩ টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে না বলে জানিয়েছে দমকল আধিকারিকরা।

Kamarhati Fire : কামারহাটি জুটমিলে বিধ্বংসী আগুন, তিনটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে
স্থানীয় সূত্রে খবর, শনিবার গভীর রাতে আমডাঙার ২ নম্বর রাহানা এলাকায় একটি গোডাউনে আগুন লাগে। রাত্র,২ টা নাগাদ আগুন লাগে বলে অনুমান স্থানীয়দের। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। গোডাউন থেকে গলগল করে ধোঁয়া নির্গত হতে দেখেই স্থানীয় বাসিন্দারা অনুমান করেন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।

ঘটনাস্থলে রয়েছে দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। তবে ৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও এখনও পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সূত্রে খবর। দমকলের এক আধিকারিক সুজিত সাউ বলেন, “আমরা কাল রাত একটা নাগাদ খবর পাই। দমকলের তিনটি ইঞ্জিন অনবরত কাজ চালিয়ে যাচ্ছে। অনেকটাই আগুন নিয়ন্ত্রণে এনে ফেলা গিয়েছে। আর ঘণ্টা খানেকের মধ্যে আশা করা যাচ্ছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। গোডাউনটি বেশ বড়ো হওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে একটু সময় লাগল। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়েছিল। কী কারণে আগুন লাগল, সেটা পরে আমরা তদন্ত করে বলতে পারব।”

Hooghly News: অচৈতন্য স্ত্রীকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ, বলাগড়ে আটক সিভিক ভলান্টিয়ার স্বামী
দমকল আধিকারিকরা জানিয়েছেন, অনলাইন মার্কেটিং কোম্পানির গোডাউনে প্রচুর পরিমাণে পেটি, কার্টুন সহ একাধিক দাহ্য পদার্থ ছিল। যে কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঠিক কারণ সম্বন্ধেও নিশ্চিত করে কিছু জানায়নি দমকল। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ বলা যাবে না বলে জানিয়েছেন দমকল। তবে দমকল কর্মীরা জানিয়েছেন, খুব শীঘ্রই পুরো আগুন নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

Howrah Fire : হাওড়ায় বাসে আগুন, কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
প্রসঙ্গত, গত মে মাসেও উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) আমডাঙার (Amdanga) কামদেবপুরহাটে একটি আমের গুদামে আগুন লাগে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন রাত ২টো নাগাদ আমের গুদামে আগুন লেগে যায়। দমকল কর্মীরা এসে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *