2014 TET Result West Bengal : টেট চাকরিপ্রার্থীদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ আইনজীবীরা – suvendu adhikari, dilip ghosh, sujan chakraborty names in 2014 primary tet list advocates want justice abhijit gangopadhyay to intervane


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 14 Nov 2022, 11:29 am

2014 Primary TET চাকরিপ্রার্থীদের আজব তালিকা ঘিরে শোরগোল। টেট চাকরিপ্রার্থীদের তালিকায় শুভেন্দু-সুজন-দিলীপ। গোটা বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ আইনজীবীরা।

 

হাইলাইটস

  • ২০১৪ র টেট পাশ প্রার্থীদের তালিকায় রয়েছে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর নাম।
  • কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা।
  • ১০০-এ ১০০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শুভেন্দু অধিকারী।
২০১৪ টেট চাকরিপ্রার্থীদের তালিকা সদ্যই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে দেখা গেল চাঞ্চল্যকর তথ্য। ২০১৪ র টেট পাশ প্রার্থীদের তালিকায় রয়েছে দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর নাম। সূত্র মারফত এমনই খবর মিলেছে।বিষয়টি নজরে আসতেই এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করার সিদ্ধান্ত নিয়েছেন আইনজীবীরা। আদালত সূত্রে খবর এমনটাই।

TET Scam Case : টেটে ফের নম্বর জালিয়াতি! পর্ষদের তালিকায় উত্তীর্ণ প্রার্থী আদতে পরীক্ষায় ফেল
সূত্রের খবর, পর্ষদের প্রকাশিত এই তালিকায় দেখা গিয়েছে, ১০০-এ ১০০ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন শুভেন্দু অধিকারী। ৯৯ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সুজন চক্রবর্তী এবং ৯৮ পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন দিলীপ ঘোষ। বিষয়টি ঠিক কী তা জানতের তদন্তের দাবি করা হবে বলেও জানা যাচ্ছে। আদৌ এই নামে কোনও পরীক্ষার্থী রয়েছেন কিনা, বিষয়টি কাল্পনিক কিনা অথবা ইচ্ছাকৃতভাবেই রাজ্যের বিরোধী দলের নেতাদের নাম ওই তালিকায় রাখা হয়েছে কিনা, তা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *