Raiganj Murder Case : ফেসবুক থেকে পরকীয়া? রায়গঞ্জে বধূ খুনে গ্রেফতার মূল অভিযুক্ত – prime accused of raiganj house wife murder case arrested from a hotel of falakata


Raiganj House Wife Murder Case : রায়গঞ্জে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল গৃহবধূ সুপ্রিয়া দত্তকে (Supriya Dutta)। এই ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। ফালাকাটার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

 

Raiganj

হাইলাইটস

  • রায়গঞ্জে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল গৃহবধূ সুপ্রিয়া দত্তকে
  • ঘটনার 5 দিন পর ফালাকাটা থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে
  • অভিযুক্তর কাছ থেকে উদ্ধার করা হয়েছে সুপ্রিয়ার 2টি মোবাইল ফোন
West Bengal News : রায়গঞ্জে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল গৃহবধূ সুপ্রিয়া দত্তকে। এই ঘটনার পর কেটে গিয়েছে পাঁচদিন। অবশেষে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। আলিপুরদুয়ার ফালাকাটার বাবুপাড়ায় অবস্থিত একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের নাম প্রবাল সরকার। বাড়ি কোচবিহারের (Cooch Behar) চ্যাংড়াবান্ধা এলাকায়। কর্মসূত্রে জলপাইগুড়িতে (Jalpaiguri) থাকত। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে (Raiganj Court) তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এলাকায়। কি উদ্দেশ্যে এই খুন করা হয়েছিল তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আর তা নিয়ে জোর চর্চা চলছে চা-য়ের আড্ডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। ধৃতকে জেরার পরই খুনের কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ। Raiganj Murder: রায়গঞ্জে গৃহবধূ খুনের ঘটনায় পরিচিতের হাত, সিসিটিভিতে দেখা মিলল সন্দেহভাজনের
ঠিক কী হয়েছিল?
গত ১১ নভেম্বর রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায় দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্তকে নিশৃংসভাবে খুন করা হয়। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন বলে উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে। এই খুনের ঘটনায় কোচবিহারর জেলার চ্যাংরাবান্ধা এলাকার বাসিন্দা প্রবাল সরকার নামের এক যুবক যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। এরপর প্রবালের বিরুদ্ধে তথ্য জোগার করতে শুরু করে উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ দল। এদিকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রবালকে। তারপর উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেলে গা ঢাকা দিয়ে আছে প্রবাল। এরপর ফালাকাটা থানার পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে সুপ্রিয়ার সঙ্গে আলাপ হয়েছিল প্রবালের। Supriya Dutta Raiganj: পরকীয়ার জেরেই খুন রায়গঞ্জের সুপ্রিয়া? এবার মুখ খুললেন বধূর স্বামী
ধৃতের কাছ থেকে উদ্ধার সুপ্রিয়ার মোবাইল
হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করার পর তল্লাশি চালায় পুলিশ। তখনই তার কাছ থেকে উদ্ধার করা হয় সুপ্রিয়াদেবী ও তাঁর ছেলের খোয়া যাওয়া দুটি মোবাইল। সুপ্রিয়াদেবীর মোবাইল উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় যে ওই খুনের মূল অভিযুক্ত প্রবাল। বুধবার তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। এরপর বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, “একজনকে ধরা হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে। তার নাম প্রবাল সরকার। তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। কী কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *