Raiganj House Wife Murder Case : রায়গঞ্জে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল গৃহবধূ সুপ্রিয়া দত্তকে (Supriya Dutta)। এই ঘটনায় অবশেষে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। ফালাকাটার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
হাইলাইটস
- রায়গঞ্জে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল গৃহবধূ সুপ্রিয়া দত্তকে
- ঘটনার 5 দিন পর ফালাকাটা থেকে গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে
- অভিযুক্তর কাছ থেকে উদ্ধার করা হয়েছে সুপ্রিয়ার 2টি মোবাইল ফোন
ঠিক কী হয়েছিল?
গত ১১ নভেম্বর রায়গঞ্জ শহরের রবীন্দ্রপল্লী এলাকায় দেবাশিস দত্তের স্ত্রী সুপ্রিয়া দত্তকে নিশৃংসভাবে খুন করা হয়। বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন বলে উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে। এই খুনের ঘটনায় কোচবিহারর জেলার চ্যাংরাবান্ধা এলাকার বাসিন্দা প্রবাল সরকার নামের এক যুবক যুক্ত বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। এরপর প্রবালের বিরুদ্ধে তথ্য জোগার করতে শুরু করে উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি বিশেষ দল। এদিকে ঘটনার পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না প্রবালকে। তারপর উত্তর দিনাজপুর জেলার পুলিশ জানতে পারে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার একটি হোটেলে গা ঢাকা দিয়ে আছে প্রবাল। এরপর ফালাকাটা থানার পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফেসবুকে সুপ্রিয়ার সঙ্গে আলাপ হয়েছিল প্রবালের।
ধৃতের কাছ থেকে উদ্ধার সুপ্রিয়ার মোবাইল
হোটেল থেকে প্রবালকে গ্রেফতার করার পর তল্লাশি চালায় পুলিশ। তখনই তার কাছ থেকে উদ্ধার করা হয় সুপ্রিয়াদেবী ও তাঁর ছেলের খোয়া যাওয়া দুটি মোবাইল। সুপ্রিয়াদেবীর মোবাইল উদ্ধারের পর পুলিশ নিশ্চিত হয় যে ওই খুনের মূল অভিযুক্ত প্রবাল। বুধবার তাকে আলিপুরদুয়ার আদালতে পেশ করে উত্তর দিনাজপুর জেলা পুলিশ। এরপর বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। এই বিষয়ে জেলা পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, “একজনকে ধরা হয়েছে আলিপুরদুয়ারের ফালাকাটা থেকে। তার নাম প্রবাল সরকার। তার কাছ থেকে দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হবে। কী কারণে সে এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ