Bardhaman News : ‘প্রধানমন্ত্রীর কথা না শুনলে, হাত ভেঙে গুঁড়িয়ে দেব’, BJP নেতার মন্তব্য ঘিরে বিতর্ক – bjp mla threatens to break hand of post office workers at kalna


West Bengal News কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ‘হাত ভেঙে দেওয়ার’ নিদান BJP নেতার। বিতর্কে পূর্ব বর্ধমান (Purba Bardhaman) BJP জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায়। কালনার একটি পোস্ট অফিসে (Kalna Post Office) ডেপুটেশন জমা দিতে গিয়ে ডাক বিভাগের কর্মচারীদের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা গেল, “প্রধানমন্ত্রীর কথা যাঁরা শুনছেন না, তাঁদের হাত ভেঙে গুঁড়িয়ে দেব।” ওঁরা তো ভেঙে গুড়িয়ে দেওয়ার রাজনীতিই করেন বলে কটাক্ষ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

Bardhaman News : গোষ্ঠী বিবাদে তালা পড়েছে পার্টি অফিসে, বাইরে বসেই পরিষেবা বর্ধমান পুরসভার কাউন্সিলরের
বেশ কয়েকদিন ধরেই কালনার পোস্ট অফিসে (Kalna Post Office) আধার কার্ড (Aadhar Card) করাতে গেলে সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা। সেই সমস্যার জন্য বুধবার BJP পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয়। ডেপুটেশন জমা দিতে যান পূর্ব বর্ধমান জেলার BJP-র সভাপতি গোপাল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে BJP কর্মীরা। সেই ডেপুটেশন জমা দেওয়ার আগে ভাষণে গোপাল চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, “প্রধানমন্ত্রীকে কলঙ্কিত যাঁরা করছেন, সেই কর্মীদের উদ্দেশ্যে বলছি, প্রধানমন্ত্রীকে কলঙ্কিত করার প্রয়াস যে হাতে করবেন, তাঁদের হাত ভেঙে গুঁড়িয়ে দেব।” তিনি আরও জানান, “সবাই এখানে অসৎ নন। কিন্তু কয়েকজন এঁদের মধ্যে অসৎ আছেন। যে সব সৎ কর্মীরা আছেন, প্রয়োজনে অসৎ কর্মীদের চিহ্নিত করে আমাদের জানান। আমরা আপনাদের পাশে আছি। কিন্তু কালনার মানুষের জীবন নিয়ে, কাজ নিয়ে হয়রানি করা যাবে না।”

Kalna News : মোবাইল ফোনে আসক্তি, মা-বাবার বকুনি খেয়ে চরম সিদ্ধান্ত নিলেন তরুণী!
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিরুদ্ধে এইরকম মন্তব্য করায় তৈরি হয় বিতর্ক। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি স্থানীয় তৃণমূল নেতৃত্বও। কালনার পোস্ট অফিসের কেন্দ্রীয় কর্মচারীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন অনেকে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) বলেন, “BJP সব সময় এই ধরনের রাজনীতিতেই বিশ্বাসী। ভেঙে দেব, গুঁড়িয়ে দেব বলেন। কিন্ত বাংলার ১০০ দিনের কাজের টাকা আটকে আছে। সারের দাম বাড়ছে কেন ? জনস্বার্থ বিরোধী কেন্দ্রীয় সরকার যেসব ব্যবস্থা নিয়েছেন, পেট্রোল, ডিজেল, জীবনদায়ী ওষুধের দাম বাড়ছে, এই বিষয় কেন্দ্রীয় সরকারকে কেন জানাচ্ছেন না? এই বিষয় নিয়ে মুখ খুলতে বলুন এঁদের।”

Kalyani Municipality : সন্ধ্যার পর ধোঁয়ার চাদরে ঢাকছে এলাকা, সমস্যায় এলাকাবাসী
তবে বিষয়টি নিয়ে পোস্ট অফিসের কর্মচারীরা মুখ খুলতে চাননি। তবে দীর্ঘদিন ধরে আধার কার্ড (Aadhar Card) করাতে গেলে পোস্ট অফিসে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারাও। হয়রানি যাতে না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ডাক বিভাগের কর্মচারী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *