Weather Today : সামান্য বাড়ল তাপমাত্রার পারদ, কবে থেকে জাঁকিয়ে ঠাণ্ডা? – west bengal winter update temperature slightly increased in kolkata


সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। শহরে তবুও ভরপুর শীতের আমেজ (Winter 2022) বজায় রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা এখনও ১৮ ডিগ্রির নীচেই। পাশাপাশি জেলায় জেলায় তাপমাত্রা নিম্নমুখী। আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই। তবে শীত থিতু হতে এখনও ঢের দেরি। ১৫ ডিসেম্বরের আগে শহরে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Kolkata Weather : জেলায় জেলায় কনকনে ঠান্ডা, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
বঙ্গে কোথায় কত তাপমাত্রা (West Bengal Winter Update)?

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Temperature) ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশে। সর্বিনিম্ন ৩৯ শতাংশ। আগামী চার থেকে পাঁচদিন শহরে সকালে মেঘলা আকাশ দেখা গেলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আবহাওয়াই। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় পারদ পতন অব্যাহত। পানাগড়ের তাপমাত্রা (Temperature In Panagarh) নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। যা উত্তরবঙ্গের একাধিক জেলার থেকেও কম। চলতি মরশুমে জাঁকিয়ে শীত পড়তে পারে বলেই মনে করা হচ্ছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে রয়েছে। দার্জিলিং (Darjeeling Weather) এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সিকিমেও বৃষ্টি হবে। সিকিম সহ অপেক্ষাকৃত উঁচু এলাকায় তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। ফলে পর্যটকরা এই মুহূর্তে জমিয়ে উপভোগ করছেন পাহাড়ি এলাকায়।

Weather : ধীরে ধীরে পা ফেলছে শীত, শনিবার থেকেই শহরে পারদ পতন
সিকিমে তুষারপাতের সম্ভাবনা (Sikkim Weather Update)

এদিকে, এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। যা ইতিমধ্যে নিম্নচাপেও পরিণত হয়ে গিয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপের জেরে বাংলার আকাশ কিছুটা মেঘলা। তবে এ রাজ্যে সেই নিম্নচাপের তেমন কোনও প্রভাব নেই বললেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। প্রাথমিকভাবে এই নিম্নচাপ দক্ষিণ ভারত অভিমুখী হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। এছাড়াও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। যার শুক্রবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিম সহ পার্বত্য এলাকার উঁচু অংশে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *