Lottery : ভাগ্যপরীক্ষা! অনুব্রত-বিতর্কের মাঝেই লটারি কিনলেন কুণাল – kunal ghosh buys lottery in purba midnapore today


West Bengal News: রাজ্য জুড়ে ‘লটারি বিতর্কের’ মাঝে নিজেই লটারি কিনলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তৃণমূলের জেলা ও ব্লক কমিটির মধ্যে সমন্বয় রক্ষার জন্য পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কুণাল ঘোষকে। সেখানেই সপ্তাহে কয়েকদিন থাকছেন তিনি। শুক্রবার সকালে সেখানেই দলীয় কর্মীদের সঙ্গে প্রাতঃভ্রমণে বার হন কুণাল। হঠাৎ স্থানীয় একটি দোকান থেকে লটারির টিকিট কাটেন কুণাল, সেই ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে। লটারির দোকানে গিয়ে কুণাল দোকানদারকে জিজ্ঞাসা করেন, ” এগুলো নাকি আগে থেকে সব ঠিক করা থাকে ?” দোকানি অবাক হয়ে উত্তর দেন, “আমরা তো এসব কিছু জানি না। আমরা শুধু লটারির টিকিট বিক্রি করি।”

এরপরেই পাঁচ টাকা মূল্যের মোট ছয়টি টিকিট কাটেন তিনি। উল্লেখ্য, শুক্রবার সকালেই গোরু পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত এনামুল হকের ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল টাকা লেনদেনের হদিস পায় সিবিআই, যা লটারির মাধ্যমে এসেছিল বলে দাবি। এই নিয়ে দুর্নীতি কাণ্ডের সঙ্গে নাম জড়ানো ব্যক্তির মোট ছয়জন লটারি বিজেতার খোঁজ পেল সিবিআই। এর আগে অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডলও মোট পাঁচটি লটারি জিতেছিলেন বলে জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

Kunal Ghosh : ‘দিলীপ ঘোষকে অবিলম্বে গ্রেফতার করা দরকার’, নন্দীগ্রামে সভায় মন্তব্য কুণালের
তবে বিষয়টি নিয়ে কুণালের সাফাই, “লটারিটা কেন্দ্রের আইনের আওতাভুক্ত। যে লটারি নিয়ে এত বিতর্ক, সেটা আরেকটা রাজ্য থেকে নিয়ন্ত্রিত হয়। সেই রাজ্য বিজেপি সহযোগী দলের দ্বারা পরিচালিত। এখানে কে লটারি টিকিট কাটছে, আর কে পাচ্ছে সেই নিয়ে তো কিছু বলার নেই। আমি তো নিজেই আজকে লটারি টিকিট কিনলাম।”

Suvendu Adhikari : হাতে গোলাপ আর অভিষেকের ছবি! শুভেন্দুর বাড়ির সামনে জমায়েত TMCP- র
তবে রাজ্যে লটারি বিতর্ক (Lottery Controversy) নিয়ে শাসক দলকে আক্রমণ করার সুযোগ ছাড়তে চাইছে না বিরোধী দলগুলো। এমনকী সারদা, নারদা কাণ্ডের সঙ্গে লটারি দুর্নীতিকেও এক আসনে বসাতে উদ্ধত বিরোধীরা। এনামুলের অ্যাকাউন্ট থেকে লটারি জেতার অর্থের হদিশ পাওয়ার খবর সামনে আসার পর শুক্রবার আক্রমণ শানিয়েছে প্রদেশ কংগ্রেসও। বহরমপুরে সাংবাদিকের প্রশ্নের উত্তরে প্রদেশ সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury) বলেন, “সারদা নারদা কাণ্ডের মতো লটারি এই বাংলার আর এক দুর্নীতির নাম। লটারির মাধ্যমে শুধু কালো টাকাকে সাদা করা হচ্ছে না। বাংলার বেকার যুবকদের আচ্ছন্ন করা হয়েছে। রুজি রুটিহীন বেকাররা আজ লটারির নেশায় আচ্ছন্ন হয়ে সর্বশান্ত হচ্ছে। শুধু তাই নয়, লটারির পুরস্কার পাইয়ে দেওয়া হচ্ছে। পুরোটাই দুর্নীতিতে ভরে গিয়েছে। মদ আর লটারি এই বাংলাকে ধ্বংস করছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *