Malda Medical College : পড়ুয়াদের হাতেকলমে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ! গ্রাম দত্তক নিচ্ছে মালদা মেডিক্যাল কলেজ – malda medical college hospital has adopted the initiative of providing training to students


West Bengal News আজ বৃহস্পতিবার থেকে আদিবাসী গ্রাম (Village) দত্তক নিল মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল (Malda Medical College Hospital)। মেডিক্যাল কলেজের পড়ুয়ারা নিয়মিত গ্রামে গিয়ে চিকিৎসা পরিষেবা ও পরামর্শ দেবেন গ্রামের বাসিন্দাদের। গ্রামীণ চিকিৎসা বিষয়ে মেডিক্যাল পড়ুয়াদের (Medical Student) সচেতন করতে ও ধারণা তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। পড়ুয়াদের হাতেকলমে শিক্ষা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে৷

Malda Medical College : ডেঙ্গি আক্রান্ত কিশোরের মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তেজনা মালদা হাসপাতালে
জানা গিয়েছে, চলতি শিক্ষাবর্ষ (Current Academic Year) থেকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের এই শিক্ষণ পদ্ধতি চালু হচ্ছে। ইতিমধ্যে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে পুরাতন মালদার ভাবুক পঞ্চায়েতের‌ ঝাঁড়পুকুড়িয়া, সোনাঝুড়ি গ্রাম দত্তক নেওয়া হয়েছে। মালদা মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রথমবর্ষের পড়ুয়ারা দত্তক নেওয়া গ্রামে নিয়মিত যাবেন। গ্রামের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ রেখে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে দেখভাল করবেন তাঁরা।

পুরাতন মালদার ভাবুক পঞ্চায়েতের ঝাঁড়পুকুড়িয়া, সোনাঝুড়ি গ্রাম আদিবাসী অধ্যুষিত। গ্রামের অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করেন। গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়লে সঠিক চিকিৎসা করাতে পারেন না। অনেকেরই চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কোনও সম্যক ধারণাও নেই। তাই মেডিক্যাল কলেজের পক্ষ থেকে গ্রাম দত্তক নিয়ে চিকিৎসা পরামর্শ দেওয়ায় অনেকটাই সুবিধা হবে গ্রামের বাসিন্দাদের বলেই মত তাঁদের৷

Medical College : রাজ্যের স্বাস্থ্য মানচিত্রে নতুন সংযোজন! পথচলা শুরু আরামবাগে প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজের
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ চিকিৎসক পার্থপ্রতিম মুখোপাধ্যায়, সহকারী অধ্যক্ষ চিকিৎসক পুরঞ্জয় সাহা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, ‘‘মালদা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের পরিবার দত্তক নেওয়ার বিষয়টি উদ্বোধন করলাম৷ আমাদের প্রথম বর্ষের পড়ুয়ারা গ্রামের পরিবার দত্তক নিয়ে সারা বছর তাদের খোঁজ নেওয়া থেকে শুরু করে চিকিৎসার বিষয়ে পরামর্শ দেবেন৷ পাশাপাশি আমাদের সঙ্গে কমিউনিকেটও করবে৷ মেডিক্যাল ক্যাম্পও করবেন তাঁরা৷’’

Malda News : সোনার দুল ছিনতাইয়ে বাঁধা পেয়ে কানই কেটে নিল দুষ্কৃতীরা, ভয়ঙ্কর কাণ্ড মালদায়
মালদা মেডিকেল কলেজ হাসপাতালের MSV পুরাঞ্জয় সাহা বলেন, ‘‘আমাদের প্রথম বর্ষের পড়ুয়াদের ক্লিনিক্যাল এক্সপোজারের জন্য আমরা এই আদিবাসী গ্রামটিকে বেছে নিয়েছি৷ সাড়ে চার বছরের MBBS কোর্সের মধ্যেই পড়ুয়াদের এক-একটি পরিবারকে দত্তক নিতে হচ্ছে৷ অ্যানিমিয়া, মা ও শিশুর সহ স্বাস্থ্য সংক্রান্ত সব দিক দেখভালও এঁরাই করবেন৷’’ তিনি আরও বলেন, ‘‘গ্রামবাসীদের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা গ্রামেই দেওয়া হবে৷ প্রয়োজন হলে তাঁদের গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে৷ সাড়ে চার বছর এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকায় পড়ুয়ারা গ্রামীণ স্বাস্থ্য সম্পর্কে অনেকটাই ধারণা পাবেন৷’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *