Suvendu Adhikari : বিরবাহাকে কুরুচিকর মন্তব্য! সিঙ্গুরের পর এবার শ্রীরামপুর থানায় শুভেন্দুর নামে FIR – trinamool filed fir against suvendu adhikari at shrirampur police station


West Bengal News সিঙ্গুরের পর এবার শ্রীরামপুর থানায় বিরোধী দলনেতার নামে FIR করল তৃণমূল। শুক্রবার হুগলির বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে রাজ্যের বিরোধী দলনেতা (Opposition Leader) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে শ্রীরামপুর থানায় (Shrirampur Police Station) অভিযোগ দায়ের করে যুব তৃণমূল কংগ্রেস (Yuva Trinamool Congress)। প্রথমে শ্রীরামপুর থানার সামনে বিক্ষোভ দেখান যুব তৃণমূল কংগ্রেসের সদস্যরা৷ পরে শুভেন্দু অধিকারীর নামে অভিযোগ দায়ের করেন তাঁরা৷

Shuvendu Adhikari : ‘মানসিক সুস্থতা কামনা করি…!’ ডাকঘরে একাধিক চিঠি, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগও দায়ের সিঙ্গুর থানায়
গত ১৫ নভেম্বর মঙ্গলবার সিঙ্গুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুভেন্দুর বিরুদ্ধে সিঙ্গুরের থানা (Singur Police Station) অভিযোগ দায়ের করেন সিঙ্গুরের (Singur) রতনপুরের দুই যুবক প্রকাশ কিসকু ও রমেশ মান্ডি। সেদিন সিঙ্গুর থানার সামনে বিভিন্ন পোস্টার গলায় ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। পাশাপাশি শুভেন্দু অধিকারী মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করে তাঁর সুস্থতা কামনা করে সিঙ্গুর উপডাকঘর থেকে একাধিক চিঠি পাঠান তৃণমূল ছাত্র পরিষদ সংগঠনের সিঙ্গুর ব্লকের ছাত্ররা। শুক্রবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল।

Suvendu Adhikari : উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা মামলা’ করেছে TMC, হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্ত্রী বীরবাহা হাঁসদা ও বিধায়ক দেবনাথ হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল বলে জানান বৈদ্যবাটী পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো। শুভেন্দু অধিকারীর মানসিক সুস্থতা কামনা করে শ্রীরামপুর পোস্ট অফিসের মাধ্যমে তাঁকে কার্ড ও ফুল পাঠানো হবে বলেও জানান তৃণমূলের নেতৃত্ব।

শেওড়াফুলি-বৈদ্যবাটি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আবির দে বলেন, ‘‘তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হুগলি জেলার শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে থানায় FIR করলাম। কারণ মন্ত্রী বীরবাহা হাঁসদার নামে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। তাঁকে যাতে তাড়াতাড়ি গ্রেফতার করা হয়, এই দাবি জানালাম৷’’ তিনি আরও বলেন, ‘‘এবার আমরা শ্রীরামপুর পোস্ট অফিসে যাব৷ সেখান থেকে আমরা তাঁকে ফুল এবং কার্ড পাঠাব শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে৷ তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, তাঁর দ্রুত সুস্থতা কামনা করে কার্ড পাঠানো হবে৷’’

Suvendu Adhikari : শুভেন্দুর ‘সুস্থতা’ কামনায় চিঠি বারাসত কলেজের TMCP সদস্যদের
এই প্রসঙ্গে BJP নেতা অমিতাভ ঘোষ বলেন, ‘‘শুধু শ্রীরামপুর নয়, সারা রাজ্য জুড়েই ওরা এটা করছে। রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে BJP সারা রাজ্যজুড়ে যেভাবে আন্দোলন করছে, তার থেকে দৃষ্টি ঘোরানোর জন্য ওরা এসব করছে। এসব করে কোনও লাভ হবে না।’’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *