Lottery Ticket : মাত্র এক টিকিটেই (Lottery Ticket) কেল্লাফতে! প্রথমবার লটারির টিকিট কেটেই কোটিপতি হলেন ব্যক্তি। মাত্র ১৫০ টাকা খরচ করে ১ কোটি টাকা (Lottery Price) জিতেছেন।

হাইলাইটস
- প্রথমবার লটারির টিকিট কেটেই কোটিপতি হলেন ব্যক্তি
- মাত্র ১৫০ টাকা দিয়ে টিকিট কেটে ১ কোটি টাকা জিতলেন ব্যক্তি
- লটারি জেতার পর নিরাপত্তার জন্য সোজা গিয়ে হাজির হন থানায়
লটারি জিতে কেল্লাফতে
মহিষাদলের (Mahishadal) কাঞ্জনপুর জালপাই এলাকার বিষ্ণুপদ ঘোড়াই। সকালে কাজে যাওয়ার পথে মহিষাদলের গাডুহাটায় এক টিকিট বিক্রেতার কাছ থেকে ১৫০ টাকা দিয়ে টিকিট কেটেছিলেন বিষ্ণুপদ। এরপর কাজ সেরে বাড়ি ফেরার পথে জানতে পারেন যে তাঁর টিকিটে এক কোটি টাকা লেগেছে। এক কোটি টাকার লাগার খবর পেয়ে ভয়ে সোজা মহিষাদল থানায় ছুটে যান তিনি। সব বিষয় জানিয়ে নিরাপত্তার আর্জি জানায়। সেই মতো পুলিশ নিরাপত্তা দেয়। যতক্ষণ না টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার না হয় ততক্ষণ পুলিশি নিরাপত্তার আবেদন করেন বিষ্ণুপদ। রবিবার রাতে বিষ্ণুপদের সঙ্গেই থানায় হাজির হন তাঁর আত্মীয় পরিজনরা।
থানায় রাত কাটালেন ব্যক্তি
নিরাপত্তার কারণে রবিবার থানাতেই রাত কাটান বিষ্ণুপদ। টাকা যতক্ষণ না পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে ঢুকছে ততক্ষণ পর্যন্ত পুলিশের নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। সেই কারণে লটারি জেতার কথা জানার পরই সোজা থানায় গিয়ে হাজির হন। এমনকী, গোটা রাত সেখানেই কাটান তিনি। এদিকে লটারি নিয়ে নানা রাজনৈতিক ব্যক্তিদের মন্তব্যের মাঝে মহিষাদলের শ্রমিক বিষ্ণুপদের কোটিপতি হওয়ায় আলোচনার ঝড় উঠেছে।
লটারি জিতে খুশি বিষ্ণুপদ
এ প্রসঙ্গে বিষ্ণুপদ বলেন, “আমি সকালে কাজে যাওয়ার সময় লটারি কেটেছিলাম। তারপর কাজ থেকে ফেরার পর দেখি যে ১ কোটি টাকা জিতেছি। ভাবতে পারিনি যে ১ কোটি টাকা জিতব। আগে কোনও দিন আমি লটারি কাটিনি। এই প্রথমবার লটারি কেটেছি। আর তাতেই ১ কোটি টাকা জিতেছি। খুবই আনন্দ হচ্ছে। কিন্তু, তাও মনে একটা ভয় ছিল। সেই কারণেই একথা জানার পরই সোজা থানায় উপস্থিত হই। পুলিশের কাছ থেকে নিরাপত্তার দাবি জানিয়েছি। পুলিশ আমাকে আশ্বস্ত করেছে।”
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ