পানীয় জলের নলকূপের দাবিতে বিক্ষোভ দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের দাস বাঁধ এলাকায়। পানীয় জলের নলকূপের দাবিতে বিক্ষোভ দেখাল এলাকার বহু পরিবার। এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ প্রায় দু’বছর ধরে নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস বাঁধ এলাকায় পানীয় জলেরে নলকূপ অকেজো হয়ে পড়ে রয়েছে। পানীয় জল আনতে হয় বহু পথ অতিক্রম করে। দীর্ঘ দু’বছর ধরে জল কষ্টে (Drinking Water Problem) ভুগছে নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস বাঁধ এলাকার শতাধিক পরিবার। বহুবার গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ঊর্ধ্বতন প্রশাসনিক দফতরে জানিয়েও মেলেনি কোনও সুরাহা। তাই অবিলম্বে পানীয় জলের নলকূপের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকার বহু মানুষজন। দোরগোড়ায় কড়া নাড়ছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। অবিলম্বে দাস বাঁধ এলাকায় নতুন পানীয় জলের নলকূপ না বসানো হলে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভোট বয়কটের হুঁশিয়ারি দিল নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাস বাঁধ এলাকার বহু পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের দাস বাঁধ এলাকায় ওই একটি নলকূপের উপর নির্ভর করে চলতে হত গ্রামবাসীদের। প্রায় বছর দুয়েক আগে সেটাও খারাপ হয়ে যায়। পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহের ব্যবস্থা এখনও হয়নি গ্রামে। একাধিকবার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও কোনও কাজ হয়নি। গ্রামের মহিলারা দূরদূরান্ত থেকে পানীয় জল বয়ে নিয়ে আসেন।, অনেক সময় বেশি দাম পানীয় জল কিনে আনতে হয়।
স্থানীয় এক মহিলা বলেন, “এখানকার পুকুরের জল নোনা। সেটা ব্যবহার করা যায় না। টাইম কলেরও জল নেই। এই টিউবয়েল যদি ভালো জল না পাই, তাহলে আমাদের চলবে কিভাবে। আমাদের এখানকার মানুষ বাঁচব কী করে ?” স্থানীয় আরেক বাসিন্দা বলেন, “সব জায়গায় জানিয়েও আমাদের কোনও লাভ হয়নি। আমাদের জল আর দরকার নেই। এখানে ভোট নিতে আসতে হবে না। আমাদের জল দরকার নেই, ভোটও দরকার নেই। এভাবেই চলুক আমাদের।” সমস্যাটি নিয়ে স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য জানিয়েছেন, ওই এলাকায় পানীয় জলের সমস্যাটা রয়েছে আমরা জানি, খুব শীঘ্রই যাতে জল সরবরাহ করা যায়, সে ব্যাপারে চেষ্টা চলছে।