Mid Day Meal : ফের মিড ডে মিলের খাবারে পোকা! এবার কাঠগড়ায় কুলপির রাজারামপুর প্রাথমিক বিদ্যালয় – insect found in mid day meal of kulpi primary school students and parents are protest


West Bengal News ফের মিড ডে মিলের খাবারে পোকা (Insect)! এবার কাঠগড়ায় কুলপি থানার রাজারামপুর প্রাথমিক বিদ্যালয় (Rajarampur Primary School)৷ দিনের পর দিন এই স্কুলের মিড ডে মিলে পোকা থাকার অভিযোগ৷ বুধবার ফের খাবারে পোকা দেখতে পাওয়ার অভিযোগ৷ প্রতিবাদে বুধবার স্কুলের সামনে বিক্ষোভ (Demonstration) দেখালেন ছাত্রছাত্রী (Students) থেকে শুরু করে অভিভাবকরা (Parents)৷ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কুলপি থানার (Kulpi Police Station) রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ। পুলিশ এলে আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় অভিভাবকদের৷ পুলিশ কর্মীরা এসে দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন৷ তবে বিক্ষোভ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশ আধিকারিকদের৷

South 24 Parganas News : লাগাতর বোমা উদ্ধার কুলপিতে, আতঙ্ক গোটা এলাকায়
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলপি থানার রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে পোকা থাকার অভিযোগ৷ প্রতিবাদে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও অভিভাবকরা৷ রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দিন নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। তাদের দাবি, বুধবার মিড ডে মিলের খাবারে পোকা দেখতে পায় তারা৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

School Students : স্কুল পড়ুয়াদের গণ্ডগোলে তুমুল উত্তেজনা হাওড়ায়, আটক ১
এক অভিভাবকের দাবি, ভাত শক্ত, তরকারি কালো, খেতে পারে না ছেলেমেয়েরা৷ সোয়াবিনে পোকা থাকে৷ এমনকি পড়ুয়াদের ভালো করে খেতেও দেওয়া হয় না, খাবার ছুড়ে দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর৷ তিনি বলেন, “তরকারিতে পোকা দেখা গিয়েছে আজও৷ এর আগে তরকারিতে আরশোলা এবং টিকিটিকির লেজ মিলেছিল৷ সেগুলো ফেলে দিয়ে ছেলেমেয়েদের খেয়ে নিতে বলেছিল৷ দিনের পর দিন এসব খেয়ে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়বে৷ আমরা চাই, রান্নার দায়িত্বে থাকা লোককে বাদ দেওয়া হোক৷”

School Bus Accident : নিয়ন্ত্রণ হারিয়ে পুরুলিয়ার উলটে গেল স্কুল বাস, আহত ৩৪ পড়ুয়া
চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিনা খাতুন বলে, “খাবারে পোকা ছিল৷ এর আগেও খাবারে টিকিটিকি পড়েছিল, ওরা সেটা ফেলে দিয়ে খেয়ে নিতে বলে৷ অনেকবারই খাবারে পোকা পাওয়া গিয়েছে৷ কিন্তু স্কুলের তরফে কোনও ব্যবস্থা করা হয় না৷” এদিন খাবারে পোকা থাকার অভিযোগ স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন, “মিড ডে মিলের খাবারে পোকা থাকায় ছাত্রছাত্রীদেরকে খেতে দিইনি৷ বাড়িতে গিয়ে খেতে বলেছিলাম৷” তবে দিনের পর দিন খাবারে পোকা থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও প্রতিক্রিয়া না দিয়েই সেখান থেকে চলে যান৷ পরে ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *