West Bengal News ফের মিড ডে মিলের খাবারে পোকা (Insect)! এবার কাঠগড়ায় কুলপি থানার রাজারামপুর প্রাথমিক বিদ্যালয় (Rajarampur Primary School)৷ দিনের পর দিন এই স্কুলের মিড ডে মিলে পোকা থাকার অভিযোগ৷ বুধবার ফের খাবারে পোকা দেখতে পাওয়ার অভিযোগ৷ প্রতিবাদে বুধবার স্কুলের সামনে বিক্ষোভ (Demonstration) দেখালেন ছাত্রছাত্রী (Students) থেকে শুরু করে অভিভাবকরা (Parents)৷ এই ঘটনায় উত্তেজনা ছড়ায় কুলপি থানার (Kulpi Police Station) রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কুলপি থানার পুলিশ। পুলিশ এলে আধিকারিকদের সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায় অভিভাবকদের৷ পুলিশ কর্মীরা এসে দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করেন৷ তবে বিক্ষোভ তুলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশ আধিকারিকদের৷

South 24 Parganas News : লাগাতর বোমা উদ্ধার কুলপিতে, আতঙ্ক গোটা এলাকায়
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলপি থানার রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে পোকা থাকার অভিযোগ৷ প্রতিবাদে এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রী ও অভিভাবকরা৷ রাজারামপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায় দিন নিম্নমানের খাবার দেওয়া হয় বলে অভিযোগ ছাত্রছাত্রীদের। তাদের দাবি, বুধবার মিড ডে মিলের খাবারে পোকা দেখতে পায় তারা৷ এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। স্কুল ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

School Students : স্কুল পড়ুয়াদের গণ্ডগোলে তুমুল উত্তেজনা হাওড়ায়, আটক ১
এক অভিভাবকের দাবি, ভাত শক্ত, তরকারি কালো, খেতে পারে না ছেলেমেয়েরা৷ সোয়াবিনে পোকা থাকে৷ এমনকি পড়ুয়াদের ভালো করে খেতেও দেওয়া হয় না, খাবার ছুড়ে দেওয়া হয় বলেও অভিযোগ তাঁর৷ তিনি বলেন, “তরকারিতে পোকা দেখা গিয়েছে আজও৷ এর আগে তরকারিতে আরশোলা এবং টিকিটিকির লেজ মিলেছিল৷ সেগুলো ফেলে দিয়ে ছেলেমেয়েদের খেয়ে নিতে বলেছিল৷ দিনের পর দিন এসব খেয়ে আমাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়বে৷ আমরা চাই, রান্নার দায়িত্বে থাকা লোককে বাদ দেওয়া হোক৷”

School Bus Accident : নিয়ন্ত্রণ হারিয়ে পুরুলিয়ার উলটে গেল স্কুল বাস, আহত ৩৪ পড়ুয়া
চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিনা খাতুন বলে, “খাবারে পোকা ছিল৷ এর আগেও খাবারে টিকিটিকি পড়েছিল, ওরা সেটা ফেলে দিয়ে খেয়ে নিতে বলে৷ অনেকবারই খাবারে পোকা পাওয়া গিয়েছে৷ কিন্তু স্কুলের তরফে কোনও ব্যবস্থা করা হয় না৷” এদিন খাবারে পোকা থাকার অভিযোগ স্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক বলেন, “মিড ডে মিলের খাবারে পোকা থাকায় ছাত্রছাত্রীদেরকে খেতে দিইনি৷ বাড়িতে গিয়ে খেতে বলেছিলাম৷” তবে দিনের পর দিন খাবারে পোকা থাকার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে, তিনি কোনও প্রতিক্রিয়া না দিয়েই সেখান থেকে চলে যান৷ পরে ঘটনার খবর পেয়ে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিভাবকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version