Fake Call Centre : টার্গেট বিদেশিরা! হাওড়া হোটেলে ভুয়ো কল সেন্টারের মাধ্যমে চলত টাকা হাপিশের কারবার – fake call centre busted in howrah hotel police arrested two accused


Howrah Commissionerate: ভুয়ো কল সেন্টারের (Fake Call Centre) নামে প্রতারণা এখন রোজকার ঘটনা হয়ে গিয়েছে। এবার হাওড়ায় (Howrah Police Commissionerate) এ ধরনের এক ভুয়ো কল সেন্টার পর্দাফাঁস করল পুলিশ। কল সেন্টারের (Call Centre) আড়ালে বেশ কয়েকদিন ধরেই সেখানে চলছিল প্রতারণা চক্র। সূত্র মারফত পুলিশের কাছে এই ভুয়ো কল সেন্টার খবর এসেছিল। তার ভিত্তিতেই বুধবার শিবপুরের এক অভিজাত হোটেল অভিযান চালায় শিবপুর থানার (Shibpur Police Station) পুলিশ। সাব ইনস্পেক্টর সুজিত ঘোষের নেতৃত্বে চলে অভিযান। হোটেলের পঞ্চম তলের একটি ঘর থেকে এই প্রতারণা চক্রের দুই মূল মাথা ওয়াসিম আখতার ওরফে স্যাম মার্টিন এবং শেখ সলমন ওরফে পার্কার নামে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত স্যাম মার্টিন এন্টালি থানা এলাকা এবং পার্কার নিউ মার্কেট থানা এলাকার বাসিন্দা।

Fake Call Centre : ফের ভুয়ো কল সেন্টারের আড়ালে প্রতারণা চক্র! বিধাননগরে গ্রেফতার ২৭
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবপুরের ওই কল সেন্টার থেকে দেশ ও বিদেশের বিভিন্ন নাগরিককে ফোন করে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করা হত। গ্রাহকদের বোকা বানিয়ে তাদের ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়ার পর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হত। প্রচুর মানুষ এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন, এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, ভুয়ো তথ্য দিয়ে প্রথমে গ্রাহকদের বিশ্বাস আদায় করে নিয়ে ব্যাঙ্কের টাকা গায়েব করে দিত এই প্রতারণা চক্রের সদস্যরা।

Fake Call Center : ফের শহরে ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস, সল্টলেক থেকে গ্রেফতার ৩৪
পুলিশি অভিযানে হোটেলের ঘর থেকে চার্জার সহ চারটি ল্যাপটপ, হার্ড ডিস্ক, চারটি হেডফোন, তিনটি মোবাইল ফোন, একটি মোডেম, পেনড্রাইভ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। শিবপুর থানার SI সুজিত ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ও ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শিবপুর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।

Fake Call Center : ফের ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস বিধাননগরে, গ্রেফতার ২৬
প্রসঙ্গত, সম্প্রতি সল্টলেকে আরও একটি প্রতারণ চক্রের পর্দাফাঁস করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। শহরের তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলের ১৮ তলা অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টারের হদিশ পায় সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্টের নামে প্রতারণা করা হত। ওই ভুয়ো কল সেন্টার থেকে ১৪ জন মহিলার সহ ২৭ জনকে গ্রেফতার করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *