পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবপুরের ওই কল সেন্টার থেকে দেশ ও বিদেশের বিভিন্ন নাগরিককে ফোন করে কম্পিউটার রক্ষণাবেক্ষণ এজেন্ট হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করা হত। গ্রাহকদের বোকা বানিয়ে তাদের ব্যাঙ্ক সংক্রান্ত যাবতীয় তথ্য জেনে নেওয়ার পর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া হত। প্রচুর মানুষ এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন, এমনটাই জানিয়েছে পুলিশ। পুলিশ আধিকারিকদের দাবি, ভুয়ো তথ্য দিয়ে প্রথমে গ্রাহকদের বিশ্বাস আদায় করে নিয়ে ব্যাঙ্কের টাকা গায়েব করে দিত এই প্রতারণা চক্রের সদস্যরা।
পুলিশি অভিযানে হোটেলের ঘর থেকে চার্জার সহ চারটি ল্যাপটপ, হার্ড ডিস্ক, চারটি হেডফোন, তিনটি মোবাইল ফোন, একটি মোডেম, পেনড্রাইভ সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। শিবপুর থানার SI সুজিত ঘোষের লিখিত অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধি ও ইন্ডিয়ান টেলিগ্রাফ অ্যাক্টের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। শিবপুর থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি সল্টলেকে আরও একটি প্রতারণ চক্রের পর্দাফাঁস করেছিল বিধাননগর কমিশনারেটের পুলিশ। শহরের তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভের একটি বহুতলের ১৮ তলা অভিযান চালিয়ে ভুয়ো কল সেন্টারের হদিশ পায় সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে বিদেশি নাগরিকদের ফোন করে টেক সাপোর্টের নামে প্রতারণা করা হত। ওই ভুয়ো কল সেন্টার থেকে ১৪ জন মহিলার সহ ২৭ জনকে গ্রেফতার করে পুলিশ।