মাত্র ৮ বছর বয়সেই দুর্দান্ত নাচের পারফরমেন্স করে বাজিমাৎ গুঞ্জন সিনহার (Gunjan Sinha)। গুয়াহাটির (Guwahati) গুঞ্জন ঝলক দিক লা জা সিজন ১০-এর উইনার (Jhalak Dikhhla Ja season-10)। ২৭ নভেম্বর ছিল ঝলক দিক লা জা-র গ্র্যান্ড ফাইনাল, আর সেখানেই winner-এর ট্রফি জিতে নিয়েছেন গুঞ্জন সিনহা এবং সঙ্গে তার কো ডান্সার তেজস বর্মা। নাচের শো-এ জয়ী হয়ে ট্রফি এবং ২০ লক্ষ টাকার পাশাপাশি গুঞ্জন জিতে নিয়েছে মানুষের মনের। গুঞ্জনের পারফরমেন্স মুগ্ধ করেছে মাধুরি দিক্ষিত (Madhuri Dixit) থেকে শুরু করে নোরা ফতেহিকেও (Nora Fatehi)।