হুক্কা বারের বিরুদ্ধে অভিযান লালবাজারের
শুক্রবার রাত এবং শনিবার সকাল থেকে শহরের একাধিক অঞ্চলে হুক্কা বারগুলিতে অভিযান চালায় কলকাতা পুলিশ (Kolkata Police)। একাধিক অভিজাত এলাকার হুক্কা পার্লারে পুলিশি এই অভিযান চালানো হয়। রেড টিমে ছিলেন লালবাজারের অ্যান্টি রাউডি স্কোয়াডের কর্মীরা। ছিলেন গোয়েন্দা দফতরের কর্মীরাও। মধ্যরাত পর্যন্ত বেআইনিভাবে খোলা রাখা একাধিক রেস্তরাঁয় হানা দেন তাঁরা। সেই সমস্ত জায়গায় নিষধাজ্ঞা জারি হওয়ার পরও হুক্কা বিক্রি করার অভিযোগ ওঠে। এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে লালবাজার সূত্রে খবর।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে শহরের একটি অভিজাত এলাকার রেস্তরাঁয় হানা দেয় কলকাতা পুলিশের একটি টিম। ‘ফাইভ পয়েন্ট’ নামে ওই রেস্তরাঁর গ্রাউন্ড ফ্লোরে বেআইনি হুক্কা বার চালানো হচ্ছে। ১১৪/৪এ বিধান সরণী এলাকার ওই রেস্তরাঁর মালিককে গ্রেফতার করা হয়েছে। টালা থানায় একটি স্বতঃপ্রণোদিত মামলাও রুজু করা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশের একটি গোয়েন্দা টিম ১১৫ নম্বর মুজফফর আহমেদ রোডে ‘ড্যাডিস ক্যাফে’ নামে একটি হুক্কা বারেও হানা দেয়। পার্ক স্ট্রিট থানার অন্তর্গত এই ক্যাফেতেও কোনওরকম নির্দিষ্ট কাগজ ছাড়াই বেআইনিভাবে হুক্কা বিক্রি করা হচ্ছি বলে অভিযোগ। একাধিক তরুণ গ্রাহককে এই হুক্কা বিক্রি করার অপরাধে ওই ক্যাফের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
কী বলছেন শহরের হুক্কা পার্লারের ব্যবসায়ীরা?
নাম প্রকাশে অনিচ্ছুক শহরের বাইপাস লাগোয়া এক রেস্তরাঁ এবং হুক্কা পার্লারের মালিক বলেন, “অন্য কোনও জায়গার কথা বলতে পারব না। কিন্তু, আমাদের এখানে আগে দেখা হয় যিনি হুক্কা নিচ্ছেন তিনি ১৮ ঊর্ধ্ব কিনা এবং অন্য কোনও নেশার সামগ্রী মেশানোর কোনও সম্ভাবনা নেই। জানি না কাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। তবে হুক্কা বন্ধ হলে ব্যবসার ক্ষতি হবে। এখনও আমাদের কাছে কোনও নির্দেশিকা আসেনি। সমস্তটা জেনেই মন্তব্য করব।”