পুলিশের বোম্ব স্কোয়াডের আধিকারিকারা সন্তর্পণে ব্যাগ খুলে দেখে সন্দেহজনক কোনও কিছু ব্যাগে নেই। ব্যাগটি সম্পূর্ণ খালি। ব্যস্ত রেলওয়ে স্টেশনে কে এইভাবে ব্যাগ ফেলে রেখে চলে গেল, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, চলন্ত ট্রেন থেকে কারও ব্যাগ লাইনে পড়ে গিয়ে থাকতে পারে অথবা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুটকেসটি সেখানে ফেলে গিয়েছে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, যে জায়গায় পরিত্যক্ত ব্যাগটিকে পড়ে থাকত দেখা গিয়েছিল সেখান থেকে যাত্রীরা লাইন পারপার করেন।
পরিত্যক্ত স্যুটকেস ঘিরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। অভিজিৎ সেন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “১২ টা পরিত্যক্ত স্যুটকেস এখানে দেখতে পাওয়া গিয়েছিল। স্থানীয় দোকনদাররাও জানে না ব্যাগটি কারা ফেলে গিয়েছিল। RPF-কে খবর দেওয়া হয়, মধ্যমগ্রাম থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। রাস্তা পারাপারে জায়গায় ব্যাগটি থাকায় যাত্রীরা ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা স্থানীয় মানুষকে রাস্তা পার হওয়ার বিষয়ে সাহায্য করছি।”
পুলিশের বোম্ব স্কোয়াড ব্যাগটি খুলে দেখে যে ব্যাগে একটি খবরের কাগজ ছাড়া আর কিছুই নেই। মধ্যমগ্রাম স্টেশনে নামা এক যাত্রী বলেন, “রাস্তা পার হওয়ার সময় ব্যাগটি অনেকের চোখে পড়েছিল। যেভাবে দেশে বিভিন্ন ঘটনা ঘটছে, তাতে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পুলিশ এসে ব্যাগ পরীক্ষা করবে বলেই শুনেছি। রেল স্টেশন দিয়ে এত যাত্রী চলাচল করে, এখানে আরও নজরদারি বাড়ানো উচিত।” স্থানীয় এক দোকনদার বলেন, “আগে এখানে এই ধরনের ঘটনা ঘটেনি। কে যে লাইনের ওপর ব্যাগ ফেলে গেল আমরাও লক্ষ্য করিনি। যাত্রীদের পাশাপাশি আমারও আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। পুলিশ এসে ব্যাগ খুলে বোমা পায়নি। স্টেশন চত্বরে নজরদারি চালানোর বন্দোবস্ত করা উচিত।”
পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… উত্তর ২৪ পরগণার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল।