Madhyamgram Station : পরিত্যক্ত ব্যাগ ঘিরে মধ্যমগ্রাম স্টেশনে বোমাতঙ্ক, স্যুটকেস খুলে কী পাওয়া গেল জানলে চমকে যাবেন! – madhyamgram railway station passengers feared by an abandoned suitcase


সোমবার উত্তর ২৪ পরগণা জেলার মধ্যমগ্রামে (Madhyamgram Station) বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক তৈরি হওয়া আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা। মধ্যমগ্রাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন রেল লাইনে এই স্যুটকেস পড়ে থাকতে দেখেন যাত্রীরা। এই ঘটনা ঘিরে স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানা ও রেল পুলিশ আধিকারিকরা।

Sealdah Train : দমদম-বারাসত-মধ্যমগ্রাম-হৃদয়পুর স্টেশনে থিকথিক করছে ভিড়, চরম ভোগান্তিতে যাত্রীরা
পুলিশের বোম্ব স্কোয়াডের আধিকারিকারা সন্তর্পণে ব্যাগ খুলে দেখে সন্দেহজনক কোনও কিছু ব্যাগে নেই। ব্যাগটি সম্পূর্ণ খালি। ব্যস্ত রেলওয়ে স্টেশনে কে এইভাবে ব্যাগ ফেলে রেখে চলে গেল, তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, চলন্ত ট্রেন থেকে কারও ব্যাগ লাইনে পড়ে গিয়ে থাকতে পারে অথবা কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে সুটকেসটি সেখানে ফেলে গিয়েছে। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, যে জায়গায় পরিত্যক্ত ব্যাগটিকে পড়ে থাকত দেখা গিয়েছিল সেখান থেকে যাত্রীরা লাইন পারপার করেন।

Howrah Station : টিকিয়াপাড়া কারশেডের কাছে বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল
পরিত্যক্ত স্যুটকেস ঘিরে স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। অভিজিৎ সেন নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, “১২ টা পরিত্যক্ত স্যুটকেস এখানে দেখতে পাওয়া গিয়েছিল। স্থানীয় দোকনদাররাও জানে না ব্যাগটি কারা ফেলে গিয়েছিল। RPF-কে খবর দেওয়া হয়, মধ্যমগ্রাম থানার পুলিশকে বিষয়টি জানানো হয়। রাস্তা পারাপারে জায়গায় ব্যাগটি থাকায় যাত্রীরা ভয় পেয়ে গিয়েছিলেন। আমরা স্থানীয় মানুষকে রাস্তা পার হওয়ার বিষয়ে সাহায্য করছি।”

Dog Show : সারমেয়দের নিয়ে প্রতিযোগিতার আয়োজন বারাসতে, দেখতে উপচে পড়ল ভিড়
পুলিশের বোম্ব স্কোয়াড ব্যাগটি খুলে দেখে যে ব্যাগে একটি খবরের কাগজ ছাড়া আর কিছুই নেই। মধ্যমগ্রাম স্টেশনে নামা এক যাত্রী বলেন, “রাস্তা পার হওয়ার সময় ব্যাগটি অনেকের চোখে পড়েছিল। যেভাবে দেশে বিভিন্ন ঘটনা ঘটছে, তাতে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। পুলিশ এসে ব্যাগ পরীক্ষা করবে বলেই শুনেছি। রেল স্টেশন দিয়ে এত যাত্রী চলাচল করে, এখানে আরও নজরদারি বাড়ানো উচিত।” স্থানীয় এক দোকনদার বলেন, “আগে এখানে এই ধরনের ঘটনা ঘটেনি। কে যে লাইনের ওপর ব্যাগ ফেলে গেল আমরাও লক্ষ্য করিনি। যাত্রীদের পাশাপাশি আমারও আতঙ্কিত হয়ে গিয়েছিলাম। পুলিশ এসে ব্যাগ খুলে বোমা পায়নি। স্টেশন চত্বরে নজরদারি চালানোর বন্দোবস্ত করা উচিত।”

পশ্চিমবঙ্গের আরও খবর পাওয়ার জন্য ক্লিক করুন… উত্তর ২৪ পরগণার খবর পাবেন এই লিঙ্কে। প্রতি মুহূর্তের লাইভ খবরের আপডেট পেতে ফলো করুন এই সময় ডিজিটাল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *