উরফি জাভেদের (Uorfi Javed) পোশাক নিয়ে নতুন করে কিছু বলার নেই। রোজই নানা প্ল্যাটফর্মে তিনি পোশাকের জন্য ট্রোলড (Trolled) হন। আর তাতে তাঁর বিশেষ হেলদোলও নেই। কিন্তু এদিন ফটোগ্রাফারদের সঙ্গে এ কী করতে থাকলেন উরফি? দেখি নিন ভিডিয়োতে (Entertainment Videos)।