দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হবে বলে বিজেপি সূত্রে খবর।

হাইলাইটস
- বৃহস্পতিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
- পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দু’জনের মধ্যে কথা হবে বলে বিজেপি সূত্রে খবর।
- দলীয় বৈঠকের কারণে রবিবার থেকেই দিল্লিতে আছেন সুকান্ত।
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ-বিজেপির সংগঠনের হাল নিয়ে চিন্তিত দলের কেন্দ্রীয় নেতৃত্ব। গত তিন মাসে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা দফায় দফায় এ রাজ্যে এসেছেন। বিভিন্ন জেলায় ঘুরে দলীয় সংগঠনের হাল পর্যালোচনা করেছেন তাঁরা। এবং পশ্চিমবঙ্গে বিজেপির সাংগঠনিক হাল সম্পর্কে ওই কেন্দ্রীয় নেতারা বিস্তারিত জানিয়েছেন অমিত শাহ এবং জগৎপ্রকাশ নাড্ডাকে। সূত্রের খবর, সেই রিপোর্টের উপর ভিত্তি করে সুকান্তকে সংগঠন সংক্রান্ত বেশ কিছু নির্দেশও দিতে পারেন অমিত। বেশ কিছুদিন ধরেই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা হুঁশিয়ারি দিচ্ছেন, ডিসেম্বরেই তৃণমূল বড়সড় বিপাকে পড়তে চলেছে। সুকান্ত নিজেই বলেছিলেন, ‘ডিসেম্বরে জাঁকিয়ে শীত পড়বে। রাজ্য সরকার কাঁপবে।’ ডিসেম্বরের শুরুতেই শাহ-সুকান্ত বৈঠকের সঙ্গে ‘ডিসেম্বর রহস্য’র কোনও যোগসূত্র আছে কি না, সে দিকেও নজর রাখছে রাজনৈতিক মহল।
সুকান্তর সঙ্গে বৈঠকের আগের দিন বুধবার অমিত তলব করছিলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুকে। এদিন দু’জনের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয়। এই বৈঠক প্রসঙ্গে খগেন বলেন, ‘আমার এলাকার কিছু সমস্যা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ