Hookah Bar News: বাড়ছে স্কুল পড়ুয়াদের ভিড়, কলকাতা-বিধাননগরের পর এবার শিলিগুড়িতে বন্ধের পথে হুক্কা বার! – siliguri hookah bar going to be closed after ban on kolkata hookah parlour
Hookah Bar Ban কলকাতা (Hookah Bar In Kolkata) ও সল্টলেকের পর এবার আরও এক শহরে হুক্কা বারের উপর নামতে চলেছে খাঁড়া। কলকাতার দেখানো পথেই এবার হাঁটতে চলেছে শিলিগুড়িও। এক সপ্তাহ আগেই কলকাতা পুরসভার ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে শহরের হুক্কা বারগুলি বন্ধ করার কথা ঘোষণা করেন মহানাগরিক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। কলকাতার পর সল্টলেকেও বন্ধ হয়ে যায় হুক্কাবার। এবার ফিরহাদ হাকিমের কথায় সম্মতি দিয়ে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করতে চলেছেন মেয়র গৌতম দেব (Goutam Deb)। জানা গিয়েছে, শিলিগুড়িতেও খুব শীঘ্রই হুক্কা বারগুলির লাইসেন্স বাতিল হতে পারে।

Hookah Banned In Kolkata : নিষেধাজ্ঞা পরেও রমরমিয়ে চলছিল হুক্কা পার্লার, কসবায় পুলিশি অভিযানে গ্রেফতার ম্যানেজার

 

গত কয়েক বছরে শিলিগুড়ি শহরে ব্যাঙের ছাতার মতো হুক্কা বারগুলি খুলেছে। কিছুর লাইসেন্স রয়েছে, কিছু হুক্কা বার লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে চলছে। আবার হুক্কার আড়ালে মাদক বিক্রিরও অভিযোগ রয়েছে। এমনকি হুক্কা বারে অপ্রাপ্তবয়স্কদেরও দেদার আনাগোনা রয়েছে। এমনকি কর্তৃপক্ষের তরফেও অপ্রাপ্তবয়স্কদের হুক্কা দেওয়া হয়। ফলে শহরে এই ধরনের হুক্কা বারগুলি বন্ধ করার দাবি বহুদিনের। কলকাতার হুক্কা বারগুলি বন্ধ করার পর বিষয়টি নজরে আসতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানিয়েছেন, ”কলকাতা থেকে বিষয়টি খোঁজ নেব। সেখানে যদি হুক্কা বার বন্ধ হয় তবে শিলিগুড়িতেও হুক্কা বার বন্ধ করা হবে। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন বলে জানিয়েছেন।”

গত শুক্রবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “কলকাতায় অবিলম্বে হুক্কা বার (Hookah Bars In Kolkata) বন্ধ করার অনুরোধ করছি। প্রতিটা রেস্তরাঁয় এখন হুক্কা বার দেখা যায়। এটা খুব খারাপ বিষয়। হুক্কা বারের এই ধোঁয়া মারাত্মক ক্ষতিকর। দ্বিতীয়ত, কোনও কোনও জায়গায় এর সঙ্গে নেশার জিনিস মেশানো হচ্ছে। ফলে তরুণ প্রজন্ম বারবার হুক্কা বারের প্রতি আকৃষ্ট হচ্ছে। এই নেশার দ্রব্য এখন এমন বড় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে যে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। সে জন্য হুক্কা বারকে আর লাইসেন্স দেবে না পুরসভা।”

Hookah Parlour : ‘মিশছে নেশার জিনিস’, হুক্কা বার বন্ধ হচ্ছে কলকাতায়

স্থানীয় সূত্রে খবর, শিলিগুড়ির সেবক রোড, মাটিগাড়ায় থাকা পাবগুলিতে হুক্কা বার চালানো হয়। কয়েক জায়গায় রেস্তোরাঁতে হুক্কা বারের যদিও লাইসেন্স রয়েছে। বহুদিন ধরেই এই হুক্কাবারে তরুণ প্রজন্মের বিপুর ভিড় নজরে আসছিল। যেভাবে নতুন প্রজন্ম এই নেশার দিকে ঝুঁকছে তাতে উদ্বেগপ্রকাশ করেছেন শহরের শিক্ষক মহল থেকে শুরু করে সংস্কৃতি মহলের সঙ্গে যুক্তরা। কয়েক বছর আগে শহরে থাকা হুক্কা বার বন্ধের দাবিতে আন্দোলনেও নেমেছিলেন শহরের বিদ্বজ্জনেরা। প্রশাসনের তরফে যদিও কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এর আগে অভিযোগ পেয়ে একটি হুক্কা বারে অভিযান চালিয়েছিল ভক্তিনগর থানা। যেখানে অপ্রাপ্তবয়স্কদের হুক্কা দেওয়ার অভিযোগে হুক্কা বারের কয়েকজনকে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় হুক্কা পট ও হুক্কায় ব্যবহৃত সমস্ত সামগ্রী৷

KMC : কেন শহরে হুক্কা বার বন্ধের নির্দেশ? জবাব ফিরহাদের

কলকাতায় হুক্কা বার বন্ধ হওয়ার পর শিলিগুড়িতে নতুন করে এবার হুক্কা বারের ঝাঁপ নামানোর দাবি তুলেছে বিভিন্ন মহল। মেয়র গৌতম দেবও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় মনে করা হচ্ছে শীঘ্রই শিলিগুড়িতেও বন্ধ হতে চলেছে ধোঁয়া ও নেশার স্বর্গরাজ্য হুক্কাবার।

পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *