Measles Rubella Vaccine : হাম-রুবেলা রোধে টিকাকরণেই জোর – west bengal health department instructs to emphasize on vaccination against measles rubella
Produced by Suman Majhi | Ei Samay | Updated: 8 Dec 2022, 12:40 pm

 

স্বাস্থ্যভবনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ৯ জানুয়ারি থেকে রাজ্যে হাম ও রুবেলার টিকাকরণে বিশেষ জোর দিতে। সদ্যোজাত থেকে ১৫ বছর বয়সীদের কেউ যাতে টিকাকরণ থেকে বাদ না যায়।

 

 

Vaccination
হাম-রুবেলা রোধে টিকাকরণেই জোর

হাইলাইটস

  • বাড়ি-বাড়ি গিয়ে আশাকর্মী এবং একশো দিনের কাজের কর্মীদের মাধ্যমে বোঝাতে হবে, কেন হাম ও রুবেলার টিকাকরণ জরুরি।
  • বুধবার স্বাস্থ্যভবনের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে।
  • আগামী বছরের 9 জানুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে হাম ও রুবেলার টিকাকরণে বিশেষ অভিযান।
এই সময়: বাড়ি-বাড়ি গিয়ে আশাকর্মী এবং একশো দিনের কাজের কর্মীদের মাধ্যমে বোঝাতে হবে, কেন হাম ও রুবেলার টিকাকরণ জরুরি। কর্মীদের দিতে হবে প্রশিক্ষণ। ৩১ ডিসেম্বরের মধ্যেই এ সব মিটিয়ে ফেলতে হবে। স্বাস্থ্য দপ্তরের তরফে লিফলেট দেওয়া হবেই। এর বাইরেও নিজেদের তৈরি করতে হবে লিফলেট। চালাতে হবে প্রচার। প্রচারে সামিল করতে হবে সরকারি-বেসকারি স্কুলগুলিকেও। বুধবার স্বাস্থ্যভবনের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে রাজ্যে শুরু হতে চলেছে হাম ও রুবেলার টিকাকরণে বিশেষ অভিযান। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সদ্যোজাত থেকে ১৫ বছর বয়সীদের কেউ যাতে টিকাকরণ থেকে বাদ না যায়–সে জন্যেই এই নির্দেশিকা স্বাস্থ্যভবনের।

Polio Booster : পোলিয়ো টিকার বুস্টার ডোজ় চালু জানুয়ারিতে
সরকারি স্কুলগুলিতে তো বটেই, বিশেষ নজর দিতে বলা হয়েছে চা বাগান, আদিবাসী এলাকা এবং ইটভাটায়। সেখানে শিবির করে চলবে টিকাকরণ কর্মসূচি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্যভবনে অভিযোগ জমা পড়েছে, অনেক বেসরকারি স্কুল টিকাকরণে সহায়তা করছে না। যার ভিত্তিতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, বেসরকারি স্কুলগুলির কাছে সহযোগিতা চেয়ে চিঠি পাঠাতে হবে। বলা হয়েছে, তাঁরা যেন সব স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি অন্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রেখে এই কর্মসূচি সফল করেন। বেসরকারি স্কুলগুলিকে পেরেন্ট-টিচার মিটিংয়ে বিষয়টি তোলার জন্যেও আবেদন করা হচ্ছে।

 

CPIM : ২৭ হাজার মৃত ভোটার
২০০৯ সালে যেখানে বাংলার হাজার ছয়েক শিশু আক্রান্ত হতো ও তাদের মধ্যে শতাধিক শিশু মারা যেত হামে, সেখানে ২০১৭ সালে ৩৯১০ শিশু হামে আক্রান্ত হয়, মারা যায় ১৮ জন। ২০১৮ সালে আক্রান্তের সংখ্যা (৪৮৮৬) কিছুটা বাড়লেও মৃত্যুর সংখ্যা (৮) কমে যায়। কিন্তু করোনা-পরবর্তী সময়ে হামে আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে রাজ্যে। সে কারণেই হামের টিকাকরণ কর্মসূচি একশো শতাংশ সফল করতে চাইছে স্বাস্থ্যভবন। এ বারই প্রথম শিবির করে হাম ও রুবেলার প্রতিষেধক দেওয়া হচ্ছে। দেশের মধ্যে দিল্লি ও পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যেই এই টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। রাজ্যে নভেম্বর মাসেই এই কর্মসূচি শুরুর কথা থাকলেও তা হয়নি। কলকাতা পুর-এলাকায় আড়াই হাজার স্কুলে চলবে টিকাকরণ কর্মসূচি। এ বিষয়ে প্রচারে পুরসভাকে এক লক্ষ লিফলেট দেওয়া হচ্ছে। পুর-কর্তৃপক্ষও আরও চার লক্ষ লিফলেট তৈরি করবেন। রাজ্যের টিকাকরণ কর্মসূচির শীর্ষ দায়িত্বে থাকা অতিরিক্ত স্বাস্থ্য অধিকর্তা (পরিবারকল্যাণ) অসীম দাস মালাকার বলেন, ‘করোনার কারণে গত দু’বছরে বিরাট ধাক্কা খেয়েছে হামের টিকাকরণ। ফলে সংক্রমণটা আগের চেয়ে অনেকটা বেড়েছে। সে জন্যেই এই স্পেশাল ড্রাইভ।’

 

আশপাশের শহরের খবর

 

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *