
কলকাতায় মরশুমের শীতলতম দিন (Kolkata Weather)
গত রবিবার শহরের তাপমাত্রা নেমেছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। এবার তার থেকেও কমে শুক্রবার কলকাতার তাপমাত্রা ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস। পাল্লা দিয়ে দিনের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণেও হেরফের রয়েছে। সর্বাধিক আর্দ্রতার পরিমাণ এদিন থাকতে পারে ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ।
কোন জেলায় কত নামল তাপমাত্রা? (West Bengal Weather Update)
কলকাতার পাশাপাশি জেলায় জেলায় নেমেছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল-
আসানসোল (Asansol)– ১০ ডিগ্রি সেলসিয়াস
বহরমপুর– ১৪ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া– ১৩.১ ডিগ্রি সেলসিয়াস
বিষ্ণুপুর– ১৩.১ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমান (Bardhaman)– ১২.৬ ডিগ্রি সেলসিয়াস
কোচবিহার– ১২.৬ ডিগ্রি সেলসিয়াস
দার্জিলিং (Darjeeling)– ৭ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবার (Diamond Harbour)– ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস
দিঘা (Digha)– ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস
জলপাইগুড়ি (Jalpaiguri)– ১২.৯ ডিগ্রি সেলসিয়াস
কালিম্পং– ১১.৩ ডিগ্রি সেলসিয়াস
দমদম– ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস
হাওড়া– ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগর– ১৩.২ ডিগ্রি সেলসিয়াস
মালদা– ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস
শিলিগুড়ি– ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতন– ১১.৮ ডিগ্রি সেলসিয়াস
সুন্দরবন– ১৭ ডিগ্রি সেলসিয়াস
বঙ্গে মনদৌসের প্রভাব কতটা? (Cyclone Mandous)
দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্য ছাড়া এখনও পর্যন্ত মনদৌসের তেমন কোনও প্রভাব নেই বাংলায়। অন্যদিকে ক্রমশই ঠান্ডা বাড়ছে উত্তর পশ্চিম ভারতে। কোনও জলীয় বাষ্পের বাধা এখনও পর্যন্ত বঙ্গে নেই। তাই উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড হয়ে শীতল হাওয়ার অবাধ প্রবেশ বহাল রয়েছে। তবে অবস্থার পরিবর্তন হতে পারে শনিবার থেকে। ১০ এবং ১১ ডিসেম্বর সামান্য বাড়বে তাপমাত্রা। কিছুটা বাড়বে আপেক্ষিক আর্দ্রতা ও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। আকাশ আংশিক মেঘলা হতে শুরু করবে বলেও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।