জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে দু’বার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলেন না মুখ্যমন্ত্রী।

হাইলাইটস
- এক সপ্তাহে পরপর দু’বার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- সোমবারের G-20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
- শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলেন না তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করতে হবে। রাজ্যে সংস্কৃতি, হেরিটেজ এবং নতুন কী সম্ভাবনা রয়েছে, সেগুলি আপনারা তুলে ধরবেন। বিদেশের প্রতিনিধিদের একটা মনোরম পরিবেশে স্বাগত জানাবেন। যাতে আমাদের বিনিয়োগের পরিবেশ তুলে ধরা যায়।’
প্রধানমন্ত্রীর সংযোজন, ‘বিভিন্ন রাষ্ট্রের মহিলা প্রতিনিধিদের জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিজের রাজ্যে মহিলাদের জন্য কী করেছেন, সেটা তুলে ধরবেন। এ ব্যাপারে সৃজনশীল ভাবনা তুলে ধরুন। বিদেশ মন্ত্রকের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতে হবে। সব কিছু করার জন্য একটা ডেডিকেটেড টিম তৈরি করুন।’ এর আগে, বিভিন্ন রাজ্যে কী ভাবে এই সম্মেলনের আয়োজন করা হবে এবং কী কী বিষয়ের উপর আয়োজন করা হবে, তা নিয়ে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক হয়।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ