Produced by Suman Majhi | Ei Samay | Updated: 10 Dec 2022, 9:12 am

জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে দু’বার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলেন না মুখ্যমন্ত্রী।

 

মমতা বন্দ্যোপাধ্যায় (বাম দিকে) ও নরেন্দ্র মোদী (ডান দিকে)

হাইলাইটস

  • এক সপ্তাহে পরপর দু’বার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • সোমবারের G-20 শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন মুখ্যমন্ত্রী।
  • শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলেন না তিনি।
এই সময়: এক সপ্তাহে পরপর দু’বার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবারই জি-২০ শীর্ষ সম্মেলনের প্রস্তুতি বৈঠকে। সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলেন। তবে শুক্রবার ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখার সুযোগ পেলেন না তিনি। তবে শুধু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন, বিহার, ত্রিপুরা-সহ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও এ দিন বক্তব্য রাখার সুযোগ পাননি। কেরালা, জম্মু কাশ্মীরের রাজ্যপাল-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়।

Narendra Modi Mamata Banerjee Meeting : দিল্লিতে নয়, কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি মোদীর সঙ্গে বৈঠক মমতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ দিন বলেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে কাজ করতে হবে। রাজ্যে সংস্কৃতি, হেরিটেজ এবং নতুন কী সম্ভাবনা রয়েছে, সেগুলি আপনারা তুলে ধরবেন। বিদেশের প্রতিনিধিদের একটা মনোরম পরিবেশে স্বাগত জানাবেন। যাতে আমাদের বিনিয়োগের পরিবেশ তুলে ধরা যায়।’

Mamata Banerjee : ‘বিরোধীদের বুলডোজ করা যাবে না’, দিল্লিতে দাঁড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা
প্রধানমন্ত্রীর সংযোজন, ‘বিভিন্ন রাষ্ট্রের মহিলা প্রতিনিধিদের জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। নিজের রাজ্যে মহিলাদের জন্য কী করেছেন, সেটা তুলে ধরবেন। এ ব্যাপারে সৃজনশীল ভাবনা তুলে ধরুন। বিদেশ মন্ত্রকের সঙ্গে সব সময় যোগাযোগ রাখতে হবে। সব কিছু করার জন্য একটা ডেডিকেটেড টিম তৈরি করুন।’ এর আগে, বিভিন্ন রাজ্যে কী ভাবে এই সম্মেলনের আয়োজন করা হবে এবং কী কী বিষয়ের উপর আয়োজন করা হবে, তা নিয়ে রাজ্যের মুখ্যসচিবদের সঙ্গে বৈঠক হয়।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version