SSC Scam : এসএসসি অফিসেই নম্বর বদল ওএমআরে : সিবিআই – cbi informed omr seat fraud for 9th 10th recruitment was done at the commission office in salt lake


এই সময়: এসএসসিতে ০,১,২ পাওয়া প্রার্থীদের চাকরির যোগ্যতামান পেরোনোর নম্বর ওএমআর শিটে বসিয়ে দেওয়ার গোটা কাজটাই হয়েছিল কমিশনের সল্টলেকের অফিসে! নবম-দশমে চাকরির জন্য ওএমআর সিটে জালিয়াতি কী ভাবে হয়েছে, সেই সংক্রান্ত প্রাথমিক তদন্ত শেষ করেছে সিবিআই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই রিপোর্ট শুক্রবার জমা দিয়ে তদন্তকারী সংস্থার দাবি, গোটা জালিয়াতির কাজই হয়েছে কমিশনের কেন্দ্রীয় অফিসে। কয়েকদিন আগেই বিচারপতি স্বয়ং এমন আশঙ্কার কথা আদালতে জানান। তাঁর বক্তব্য ছিল, ‘নম্বর বদলে দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ তো আর ভূতে করেনি। এসএসসির ভিতর থেকেই এটা হয়েছে। তাই তাঁদের খুঁজে বের করতে হবে।’ আদালতের দেওয়া রিপোর্টে সেই প্রশ্নেরই জবাব দিয়ে জানানো হয়েছে, প্রার্থীদের এই নম্বর বদল কার হাত দিয়ে হয়েছিল, তার তদন্ত চলছে। তবে কী ভাবে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তার বিস্তারিত বিবরণ দিয়ে এ দিন রিপোর্ট জমা দেওয়া হয়।

SSC Scam : এসএসসি: অন্তত ২১ হাজার পদে বেআইনি নিয়োগের হদিশ
ওই রিপোর্টের তথ্য অনুযায়ী, আসল ওএমআর শিট স্ক্যান করা ও সেগুলো উত্তরপত্রের সঙ্গে মিলিয়ে নম্বর দেওয়ার দায়িত্ব ছিল বেসরকারি সংস্থা, নাইসা কমিউনিকেশন প্রাইভেট লিমিটেডের উপর। প্রার্থীদের প্রাপ্ত নম্বর একটি এক্সেল ফর্মে পাঠানো হতো কমিশনের কাছে। সেই এক্সেল শিট হাতে পাওয়ার পরেই শুরু হতো ‘আসল কাজ’। চাকরিপ্রার্থীদের প্রাপ্ত মূল নম্বরের বদলে বেশি নম্বর দেওয়া হয়।

SSC Scam In Bengal: ফাঁকা OMR শিট জমা দিয়ে চাকরি! ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ হতেই বেপাত্তা শিক্ষিকা
সিবিআই নিয়োগ পরীক্ষার ওএমআর শিট গাজিয়াবাদ থেকে উদ্ধারের পর প্রাথমিক তদন্ত রিপোর্টে জানিয়েছিল, সব মিলিয়ে ৮,১৩৬ জনের ওএমআর শিটে নম্বর অদলবদল করা হয়েছিল। তবে সোমবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলের নবনিযুক্ত সিটের প্রধান অশ্বিন শেনভি হাজির হয়ে মৌখিক ভাবে জানান, ২০১৬-র বিজ্ঞাপন মেনে এসএসসির মাধ্যমে রাজ্যের স্কুলে অন্তত ২১ হাজার বেআইনি নিয়োগ হয়েছে। শুধু তাই নয়, শেনভি বলেছিলেন, ‘নিয়োগ প্রক্রিয়ায় কোথাও ন্যূনতম আইন মানা হয়নি। মূল প্যানেল থেকে ওয়েটিং লিস্ট সর্বত্র দুর্নীতি হয়েছে। ফলে যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন, তাঁরাও যে দুর্নীতি করে সেখানে জায়গা পাননি, তা-ও বলা যাবে না।’

SSC Scam Bengal : SSC-তে শূন্য পেয়েও প্রকাশিত তালিকায় প্রাপ্ত নম্বর ৫৩! হার্ড ডিস্ক ঘুরিয়ে দিচ্ছে তদন্তের মোড়
তদন্তের ভিত্তিতে আদালতে এ দিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী পদে নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার্থীদের ওএমআর শিট মূল্যায়নের বরাত দেওয়া হয়েছিল নাইসাকে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে নয়ডার এই সংস্থার প্রাক্তন কর্মী পঙ্কজ বনসলের বাড়ি থেকেই সিবিআই তিনটি হার্ডডিস্ক বাজেয়াপ্ত করে। ওই তিনটি হার্ডডিস্কে উত্তরপত্রের (ওএমআর শিট) স্ক্যান কপি ও নম্বর ছিল। সিবিআই আধিকারিকরা তদন্তের সূত্রে জানতে পেরেছেন, পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নের পরে নম্বর-সহ তথ্যভাণ্ডারে রেখে দেওয়া হয়েছিল।

SSC Scam : OMR শিট ফাঁকা রেখেও ভুরি ভুরি নম্বর পেয়ে চাকরি! ৪০ জনের তালিকা প্রকাশ SSC-র
আদালতে সিবিআইয়ের দাবি, তিনটি হার্ডডিস্ক ও কমিশনের তথ্যভাণ্ডার পরীক্ষা করে দেখা গিয়েছে, উত্তরপত্র মূল্যায়নে ব্যাপক কারচুপি করা হয়েছে। তদন্তের সময়ে কমিশনের তথ্যভাণ্ডারও বাজেয়াপ্ত করে সিবিআই। প্রসঙ্গত, এসএসসির ডেটা রুম ১৯ মে থেকে প্রায় তিন মাস সিবিআই হেফাজতে ছিল। সিবিআই সূত্রে খবর, এই বিষয়ে আরও তদন্তের প্রয়োজন। নয়ডার ওই সংস্থা থেকে পাওয়া যাবতীয় নথি ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনকেও দিয়েছে সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *