অবশেষে ৭ মাস পর ভ্রমণপ্রিয় মানুষদের জন্য খুলে গেল হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুকের দরজা।

হাইলাইটস
- দীর্ঘ প্রায় 7 মাস পর ভ্রমণপ্রিয় মানুষদের জন্য খুলে গেল হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র গড়চুমুকের দরজা।
- পর্যটন কেন্দ্র খুললেও, এর ভিতরে থাকা মিনি জু না খোলায় কার্যত হতাশ গড়চুমুকে আসা পর্যটকরা।
- ভেতরে সেভাবে কোনও পরিকাঠামো না থাকায় ক্ষোভে ফেটেও পড়েন পর্যটকরা।
এদিকে, পর্যটন কেন্দ্রটির পরিকাঠামো উন্নতির জন্য সম্প্রতি একটি অংশকে বার্ষিক ১৮ লাখ টাকার চুক্তিতে ১৫ বছরের জন্য একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয় এবং মিনি জুয়ের অংশটি বন দফতরের হাতে রাখা হয়। তবে গড়চুমুক পর্যটন কেন্দ্র বেসরকারি সংস্থার হতে দেওয়ার পরেই পর্যটকদের প্রবেশ মূল্য ১০টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৫ টাকা হয়েছে৷ পাশাপাশি আগে পর্যটন কেন্দ্রের ভিতরে থাকা ডিয়ার পার্ক ঘুরতে কোনও টাকা না লাগলেও, মিনি জুয়ে প্রবেশের ক্ষেত্রে ২৫ টাকা টিকিট মূল্য ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার পর্যটন কেন্দ্র খোলার পরেই সকাল থেকেই পর্যটকরা ভিড় জমাতে থাকেন গড়চুমুকে। তবে পর্যটন কেন্দ্রে প্রবেশের পর মিনি জু খোলা না থাকায় ক্ষোভে ফেটে পড়েন পর্যটকেরা। অধিকাংশ পর্যটকদের অভিযোগ, কোনও পরিকাঠামো ছাড়াই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগ, ১৫ টাকা টিকিট কেটে শুধুমাত্র রাস্তায় হাঁটা ছাড়া আর কিছুই হয়নি। মিনি জু না খুলে পর্যটন কেন্দ্র খোলা উচিত হয়নি বলেও দাবি করেন অনেকে। এই প্রসঙ্গে বেসরকারি সংস্থার কর্তাদের বক্তব্য, পর্যটন কেন্দ্রটিকে নতুনভাবে সাজানোর কাজ চলছে। তাঁদের দাবি, পর্যটকদের জন্য পর্যটন কেন্দ্রের ভিতরে বিনামূল্যে ওয়াইফাই এর ব্যবস্থা থাকছে। আর বন দফতর সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই মিনি জু খোলার চেষ্টা করা হচ্ছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ