জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্যসমাপ্ত কাতার বিশ্বকাপ (FIFA World Cup 2022) দেখে মন ভরে গিয়েছে ফুটবল বিশ্বের। তবে এই বিশ্বকাপের জন্যই বড় ক্ষতি হয়ে গিয়েছে কিরোলে চাভেসের (Kerolay Chaves)। অন্তত এমনটাই দাবি ‘হোয়াইট ফেয়ারি’ (White Fairy) নামে সোশ্যাল প্ল্যাটফর্মে পরিচিত ব্রাজিলের (Brazil) অনলিফ্যানস (OnlyFans) তারকার। কিরোলের বক্তব্য ফুটবলের জন্যই তাঁর ব্যবসায় এসেছে মন্দা। সরাসরি বিশ্বকাপ প্রভাব ফেলেছে তাঁর কাজে। ‘অনলি ফ্যানস’ হচ্ছে লন্ডনের ইন্টারনেট কনটেন্ট সাবস্ক্রিপশন সার্ভিস। যেখানে টাকা খরচ করেই সাবস্ক্রাইবারদের পছন্দের কনটেন্ট ক্রিয়েটরকে দেখতে হয়।
কিরোলে এক সাক্ষাৎকারে বলছেন, ‘আমার প্রতি পুরুষদের আকর্ষণ ফিরে পাওয়াই হবে আমার সব চেয়ে বড় জয়। ওদের কাছে যৌনতার চেয়েও এগিয়ে ফুটবল। আমার কন্টেন্টের চেয়েও তারা অনেক বেশি বাজি ধরেছে ফুটবলের জন্য়। দেখা যাক বিশ্বকাপ শেষ হওয়ার পর ওরা কী দেখে! মহিলাকে দেখবে নাকি একটা পুরুষ বলের পিছনে ছুটছে, সেটা দেখবে। সময় বলবে।’ কিরোলের মতে তাঁর উপার্জন ৬০ শতাংশ কমেছে বিশ্বকাপ চালাকালীন। প্রাক্তন মোবাইল ফোনের টেকনিশিয়ান কিরোলে নিজেকে অনলিফ্যানস-এর ‘লাস্ট ভার্জিন’ বলে দাবি করেন। কিরোলে জানিয়েছেন যে, যদিও তিনি ফুটবল পছন্দ করেন। তবে এই ক্ষতি তাঁর একেবারেই অপ্রত্যাশিত ছিল। কিরোলের একটি অন্তর্বাস রয়েছে সংগ্রহে। যেখানে ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসনের ছবি বসানো রয়েছে। দুই সপ্তাহ আগে তিনি একটি ভিডিয়োতে জানিয়ে ছিলেন যে, তাঁর পোস্টে যদি হাজার কমেন্ট আসে, তাহলে তিনি এই বিশেষ অন্তর্বাস পরে ভিডিয়ো করবেন।
আরও পড়ুন: Watch | Argentina: নীল-সাদা স্তন দুলিয়ে গ্যালারিতে উদ্দাম নাচ! লুসেলে লাস্যের আগুন জ্বেলেছিলেন যাঁরা
কাতারে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই, একটা কথা বারবার সকলে বলছিলেন, মেসির হাতে কাপ না উঠলে সম্ভবত ‘পোয়েটিক জাস্টিস’ হবে না। আর ফুটবল বিধাতা সেটাই করলেন। মেসির মাথায় রাজমুকুট পরিয়ে দিয়েগো মারাদোনার আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন করলেন। গত রবিবার লুসেল স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালের ফয়সলা হয়েছিল পেনাল্টি শ্যুটআউটে। সেখানে আর্জেন্টিনা ৪-২ গোলে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শেষ হাসি হাসে। ৩৬ বছর পর আর্জেন্টিনা ফের বিশ্বকাপ জেতে। তাদের জার্সিতে এবার থেকে দুইয়ের বদলে থাকবে তিনটি তারা। গোল্ডেন বলও জিতেছেন মেসি। ফ্যানদের মতে সেরার সেরা বিশ্বকাপ দেখেছেন তাঁরা।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)