Christmas Day : আজ পার্ক স্ট্রিট সন্ধ্যায় পরে কি ‘ওয়াকিং স্ট্রিট’ – christmas festival 2022 celebration in park street


Christmas in Park Street : জাঁকিয়ে শীত না-পড়লেও এখন বড়দিনের উৎসবের আমেজে মেতে কলকাতার মানুষ। প্রাক-ক্রিসমাস, চব্বিশের রাতেই রেস্তরাঁ-পানশালায় ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ, শনিবার বড়দিনে পার্ক স্ট্রিট (Park Street) চত্বরে রেকর্ড ভিড় হবে বলে পুলিশ-প্রশাসন মনে করছে। সে কথা মাথায় রেখেই এশিয়াটিক সোসাইটির মোড় থেকে মল্লিকবাজার মোড় পর্যন্ত গোটা পার্ক স্ট্রিটটাই ‘ওয়াকিং স্ট্রিট’ করে দেওয়ার চিন্তাভাবনা রয়েছে লালবাজারের।

Kolkata Police Arrangement On Christmas : ক্রিসমাস ইভ থেকে বর্ষবরণ, উৎসবের শহরে বাড়তি নজরদারি পুলিশের
গত দু’বছর করোনার কারণে বড়দিনের উৎসবে কিছুটা হলেও ভাটা পড়েছিল। এ বারের পরিস্থিতি সে রকম নয়। সেই জন্য এই বছর আগে থেকেই পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট, নন্দন চত্বরকে আলোর মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। কলকাতার দর্শনীয় স্থানগুলিতেও থিকথিকে ভিড় হচ্ছে আগের মতোই। উৎসবের আমেজ যাতে মাটি না-হয়, সেই জন্য নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনের তরফে। পার্ক স্ট্রিটের (Park Street) আশপাশে ১১টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পুলিশকর্মীরা ‘নাইট ভিশন বাইনোকুলার’ নিয়ে ২৪ ডিসেম্বর রাতেই নজরদারি শুরু করেছেন। পুলিশের বক্তব্য, ভিড়ের মধ্যে কেউ অভব্যতা করার চেষ্টা করলে সেটা ধরা পড়ে যাবে। তা ছাড়া, CCTV ক্যামেরার নজরদারি-চোখের সংখ্যাও বাড়ানো হয়েছে। পার্ক স্ট্রিটের (Park Street) আশপাশের গলিতে কমবয়সিদের ভিড় থাকে উৎসবের সময়ে। নেশার ঘোরে তাঁদের একাংশের অশ্লীল আচরণেরও অভিযোগ ওঠে কখনও-সখনও। সে কথা মাথায় রেখে, মোটর সাইকেলে পুলিশি টহলদারিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের ২০টি টিম মোটর বাইকে টহল দেবেন ওই সব তল্লাটে।

New Town Mini Zoo: কলকাতাবাসীর জন্য সুখবর, ঘরের পাশেই চিড়িয়াখানায় জেব্রার পর এবার জলহস্তি
রেস্তারাঁ ও পানশালাগুলোয় সাদা পোশোকেও পুলিশি নজরদারি চলবে। পানশালাগুলোকে আবগারি দপ্তরের নোটিস মেনে চলার কথা বলা হয়েছে পুলিশের তরফে। মোটর বাইক ও গাড়ির মদ্যপ ও বেপরোয়া চালকদের জব্দ করতে শহরের ২৩টি জায়গায় নাকা তল্লাশি চলবে। কলকাতায় শুক্র ও শনিবার রাতের নাকা তল্লাশিতে ১০০ জনেরও বেশি আটক হয়েছেন।

Dr Kunal Sarkar : ‘প্যানিকের কারণ নেই, কিন্তু…’, করোনা নিয়ে পার্ক স্ট্রিটমুখী জনতার জন্য বড় মন্তব্য ডা: কুণাল সরকারের
বড়দিনের আগেই ইকো পার্ক, নিক্কো পার্ক, সায়েন্স সিটি-তে প্রচুর মানুষের ভিড়। ইকো পার্ক থানার পুলিশ (Eco Park Police Station), নিউ টাউন ট্র্যাফিক গার্ড, এমনকী ইকো পার্কের নিজস্ব নিরাপত্তারক্ষীরা ভিড় সামলাতে এ দিন হিমশিম খান। নিউ টাউন ট্র্যাফিক গার্ড ও ইকো পার্ক থানার পুলিশকে সহযোগিতা করার জন্য শনিবার ১২০ জন অস্থায়ী হোমগার্ড নামানো হয়। পার্কের বিভিন্ন প্রবেশ ফটকে হলুদ রংয়ের টি-শার্ট ও হলুদ টুপি পরে থাকবেন ওই হোমগার্ডরা। পুলিশ সূত্রের খবর, আগামী ২ জানুয়ারি পর্যন্ত ভিড় সামাল দেওয়ার জন্য শতাধিক অস্থায়ী হোম গার্ড নিয়োগ করা হয়েছে। ইকো পার্কের ৫ নম্বর গেট এবং ৬ নম্বর গেট থেকে রাস্তা পর্যন্ত বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে যান চলাচলে সমস্যা না-হয়। শনিবার বিশ্ব বাংলা সরণিতে যান চলাচল স্বাভাবিক থাকলেও মেট্রো রেলের কাজের জন্য সিটি সেন্টার-টু লাগোয়া ন’পাড়া থেকে যশোহর রোডের আড়াই নম্বর গেট পর্যন্ত ব্যাপক যানজট ছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *