ডান্স ক্লাসের সামনে ফের একবার আমাদের ক্যামেরায় ধরা দিলেন এষা গুপ্তা (Esha Gupta)। হাসি মুখে দিলেন পোজও। ট্র্যাডিশনাল লুকে এদিন দেখা গেল এষাকে। এষা গুপ্তা যেবেশ শরীর সচেতন তা তাঁর সোশ্যাল মিডিয়া ফলো করলেই বেশ বোঝা যায়। হামেশাই শরীর চর্চার নানান ছবি শেয়ার করতে দেখা যায় তাঁকে। এদিন তাঁকে একেবারে এথনিক পোশাকে দেখা গিয়েছে। এথনিকেও যে তাঁকে একইরকম সুন্দর লাগে তা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। অন্যদিকে কঙ্গনা রানাউতকেও (Kangana Ranaut) দেখা গিয়েছে ডান্স ক্লাসের সামনে। হাতে ঘুঙুর নিয়ে ডান্স ক্লাস থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে তাঁকে।