কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুত্রের। বিজেপি কর্মীদের ‘ধোলাই’ দেওয়ার নিদান উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহের।
হাইলাইটস
- কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বেলাগাম মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পুত্রের।
- বিজেপি কর্মীদের ‘ধোলাই’ দেওয়ার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের পুত্র সায়ন্তন গুহ।
- তাঁর এই মন্তব্যের পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
এমন মার দেওয়া হবে যে তাকে খুঁজে পাওয়া যাবে না। মন্ত্রী পুত্রের এহেন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে মহকুমা জুড়ে। জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্কের উচ্চপদে কর্মরত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের (Udayan Guha) পুত্র সায়ন্তন গুহ। বছরের বেশিরভাগ সময়টাই কর্মসূত্রে ব্যস্ত থাকলেও মাঝেমধ্যে দিনহাটায় আসেন। বাবার নির্বাচনী ক্ষেত্র দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। তৃণমূলে না যোগ দিয়েও বিভিন্ন দলীয় কর্মসূচীতে অংশ নেন। বিগত দিনে বিধানসভা নির্বাচনে (Assembly Election) বাবার হয়ে ভোটের প্রচারেও গিয়েছেন। তবে এতদিন সেভাবে আক্রমণাত্মক বক্তব্য না রাখলেও এই প্রথম মন্ত্রীপুত্র এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন বলে জানান স্থানীয়রা।
প্রসঙ্গত, গত বছর মে মাসে দিনহাটায় মন্ত্রী উদয়ন গুহর (Udayan Guha) উপরে হামলার ঘটনা ঘটে। দিনহাটা মিউনিসিপ্যালিটির (Dinhata Municipality) চার নম্বর ওয়ার্ডে গিয়েছিলেন উদয়ন গুহ। সেখানেই ‘বয়েজ ক্লাব’এর সামনে তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। একদল যুবক তাঁর ওপর চড়াও হয়। তাঁর গাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। মারধরের কারণে হাত ভাঙে তৃণমূল নেতা উদয়ন গুহর (Udayan Guha)। উদয়নের গাড়ি ভাঙচুর করা হয়। মারধর করা হয় তাঁর নিরাপত্তারক্ষীকে। স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যান। ঘটনায় বিজেপি কর্মীদের দিকেই অভিযোগের আঙুল তোলেন তৃণমূল নেতৃত্ব।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
