বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

হাইলাইটস
- সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে সিআইডি
- এই ঘটনায় এ বার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন
- সিবিআইয়ের ডিরেক্টর, বীরভূমের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
শাওয়ার পাইপে ৬৫ থেকে ৭০ কেজির ওজনের পুতুল ঝুলিয়েও পরীক্ষা করা হয়েছে। শাওয়ার পাইপটি থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়া যায় কি না, সেটি লালনের ভার নিতে পারে কি না, এ সব দেখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কর্তারাও এগুলি জানতে চাইছেন।
লালনের মৃত্যুর পর রীতিমতো হইচই পড়েছে রাজনৈতিক মহলে। পরিবারের তরফে সিবিআইয়ের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। লালকে খুন করা হয়েছে বলেও অভিযোগ পরিজনের। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। বিচারপতির পর্যবেক্ষণে যাতে তদন্ত হয়, কলকাতা হাইকোর্টে সে আবেদনও জানায় লালনের পরিবার। তবে তা খারিজ হয়ে গিয়েছে। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ
