বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন

 

লালনের রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের

হাইলাইটস

  • সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে সিআইডি
  • এই ঘটনায় এ বার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন
  • সিবিআইয়ের ডিরেক্টর, বীরভূমের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
এই সময়: সিবিআইয়ের (CBI) অস্থায়ী ক্যাম্পে বগটুই হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh) মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে সিআইডি (CID)। এই ঘটনায় এ বার রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) সিবিআইয়ের ডিরেক্টর, বীরভূমের জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। পাশাপাশি ময়নাতদন্তের রিপোর্ট, ঘটনাস্থলের ম্যাপ এবং ইনকোয়েস্ট রিপোর্টও জমা দিতে বলা হয়েছে বলে জানা গিয়েছে।ময়নাতদন্তের রিপোর্টে গলায় ফাঁস দেওয়ার কারণে লালনের মৃত্যু বয়েছে বলে উল্লেখ। দেহে কেটে-ছড়ে যাওয়ার দাগও আছে বলে পরিবারের দাবি। রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের শৌচালয়ের ভিতর থেকে ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করেছে। তা থেকে জানা গিয়েছে, শাওয়ার পাইপের উচ্চতা ছিল প্রায় সাড়ে ছ’ফুট। সেখান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় লালনকে। তাঁর উচ্চতা ছিল সাড়ে পাঁচফুটের আশপাশে। একটি প্লাস্টিকের টুল পাওয়া গিয়েছে ওই শৌচালয়ের ভিতরে।

Lalan Sheikh Bagtui Massacre: আদালতের নির্দেশে রামপুরহাটে লালন শেখের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ ডিআইজি সিআইডির
শাওয়ার পাইপে ৬৫ থেকে ৭০ কেজির ওজনের পুতুল ঝুলিয়েও পরীক্ষা করা হয়েছে। শাওয়ার পাইপটি থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়া যায় কি না, সেটি লালনের ভার নিতে পারে কি না, এ সব দেখা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের কর্তারাও এগুলি জানতে চাইছেন।

Lalan Sheikh Bagtui : লালন শেখের মৃত্যু রহস্যের জট খুলতে শ্বশুর বাড়িতে হাজির CID, দীর্ঘ দেড় ঘণ্টা জেরা
লালনের মৃত্যুর পর রীতিমতো হইচই পড়েছে রাজনৈতিক মহলে। পরিবারের তরফে সিবিআইয়ের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। লালকে খুন করা হয়েছে বলেও অভিযোগ পরিজনের। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। বিচারপতির পর্যবেক্ষণে যাতে তদন্ত হয়, কলকাতা হাইকোর্টে সে আবেদনও জানায় লালনের পরিবার। তবে তা খারিজ হয়ে গিয়েছে। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version