Narendra Modi Mother : ‘বিশ্রাম করুন’, বন্দে ভারতের উদ্বোধনে মাতৃহারা মোদীকে সমবেদনা মমতার – mamata banerjee condolences pm narendra modi during vande bharat inauguration as he lost his mother


Produced by Rupsa Ghosal | EiSamay.Com | Updated: 30 Dec 2022, 12:40 pm

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মায়ের শেষকৃত্যের পরই ভার্চুয়ালি বন্দে ভারতের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

 

হাইলাইটস

  • মায়ের শেষকৃত্যের পরই ভার্চুয়াল মাধ্যমে বাংলার দু’টি রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
  • মাতৃবিয়োগের পরও প্রধানমন্ত্রীকে কর্তব্যে অবিচল দেখে সাধুবাদ মমতার
  • মমতা বলেন, “আপনি বিশ্রাম করুন।”
মায়ের শেষকৃত্যের পরই ভার্চুয়াল মাধ্যমে বাংলার দু’টি রেল প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। শুক্রবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat) উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bnerjee)। মাতৃবিয়োগের পরও প্রধানমন্ত্রীকে কর্তব্যে অবিচল দেখে সাধুবাদ জানালেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ব্যক্তিগত জীবনে আপনার এতবড় ক্ষতি সত্ত্বেও আপনি বাংলার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সবেমাত্র মায়ের শেষকৃত্য সেরে এসেছেন। একটু বিশ্রাম নিন।”

Narendra Modi Mother : মায়ের শেষযাত্রাতেও ‘কর্তব্যে অবিচল’, ভার্চুয়ালি বাংলার প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে বলেন, “আপনি আপনার কর্তব্যে অবিচল। মায়ের প্রতি আপনার ভালোবাসা এভাবেই ব্যক্ত করেছেন। আপনাকে এর জন্য আমার আন্তরিক সমবেদনা। আপনি হয়ত সশরীরে পশ্চিমবঙ্গে আসতে পারেননি কিন্তু আপনার হৃদয় দিয়ে আপনি বাংলায় পৌঁছে গিয়েছেন। আমি আপনাকে অনুরোধ করছি এই অনুষ্ঠান দ্রুত শেষ করে বিশ্রাম করুন। আপনার পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই আমার। মায়ের কোনও বিকল্প হতে পারে না। আপনার মা, আমারও মা। এটা আপনার জন্য খুবই দুঃখের দিন। ঈশ্বর আপনাকে শক্তি দিক এই শোক কাটিয়ে ওঠার জন্য।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *