বছর শেষের পার্টি শুরু হয়ে গেছে তারকাদের। যেখানে পার্টি সেখানেই উরফি। আর যেখানে উরফি সেখানেই ভিরমি খাওয়া পোশাক! এদিনও তার কোনও ব্যতিক্রম হল না। তিনি কি পোশাক পরে এলেন তা নিয়ে বিশেষ বলার কিছু নেই। পোশাকও যে বিশেষ আছে, তাও দাবি করা যায় না। আহা, আপনারা বড্ড নিন্দুক। বলি একটা মেয়ে যে হাসপাতালে ভর্তি হয়েছিল আবার, সে খবর জানতেন? আর হাসপাতালে অত্ত পোশাক পরে থাকার পর দম বন্ধ লাগে না বলুন? তাই একটু খোলামেলা থাকাকেই প্রেফার করেন উরফি (Uorfi Javed)! দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।