Murshidabad News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, অধিকার পেতে ধরনায় যুবতী – women started protest her lover house for false promise of marriage in murshidabad


West Bengal News : ফের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। অভিযোগ উঠেছে সাগরপাড়ায় থানার কাটাবাড়ি ভাঙ্গনপাড়া এলাকার এক যুবকের বিরুদ্ধে। যুবকের নাম আনারুল ইসলাম (বাচ্চু)। অভিযোগ আনা যুবতীর বক্তব্য, তাঁর এবং আনারুলের মধ্যে প্রায় সাত বছর প্রেমের সম্পর্ক ছিল। দুজনের মধ্যে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হয়েছে। কিন্তু পরে তিনি জানতে পারেন যে আনারুল বিবাহিত। তাই ওই যুবতী নিজের অধিকার আদায়ের লক্ষ্যে প্রেমিক আনারুলের বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন।

Jalpaiguri News : বাড়ি ফাঁকা পেয়ে কিশোরীকে ধর্ষণ করে খুন? জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যমৃত্যুর ঘটনা ঘিরে ধুন্ধুমার
যদিও যুবতীর যাবতীয় অভিযোগ পত্রপাঠ নাকচ করে দিয়েছেন অভিযুক্ত আনারুলের স্ত্রী। উলটে তিনি এই ঘটনায় আবার রাজনৈতিক রঙ লাগিয়েছেন। ঘটনাটিতে তিনি জুড়ে দিয়েছেন শাসকদলের গোষ্ঠী কোন্দলকে। আনারুলের স্ত্রী বলেন, “আমার স্বামী পুরোপুরি নির্দোষ। তাঁকে ফাঁসানো হচ্ছে। জলঙ্গি বিধানসভার তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্যই এই চক্রান্ত করেছেন পার্টির নেতারা।” তিনি জানান এই ঘটনায় তাঁর স্বামীর এবং পরিবারের বদনাম হচ্ছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তও দাবি করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সাগরপাড়ায় থানার (Sagarpara Police Station) কাটাবাড়ি ভাঙ্গনপাড়ায়। পরে সাগরপাড়া থানার পুলিশ (Sagarpara Police Station) ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Malda News : রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, সকালে যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধার মালদায়
উল্লেখ্য, কিছুদিন আগেই মুর্শিদাবাদ (Murshidabad) জেলার নওদা থানা (Naoda Police Station) এলাকায় এক যুবতী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ তুলে অভিযুক্তের বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন, এবার একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল সাগরপারায়। এছাড়াও গত বছর শেষ হওয়ার দুদিন আগেই ঝাড়গ্রাম জেলার জামবনি থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল আরও মারাত্মক। ওই ব্যক্তির বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলার সঙ্গে সহবাস করা ছাড়াও ওই মহিলার গর্ভের ভ্রূণকে নষ্ট করার অভিযোগ ছিল। নির্যাতিতা এই ঘটনার প্রতিবাদ করতেই তাঁকে প্রানে মারার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি।

West Medinipur News : ৬ দিন পরও থমকে মেদিনীপুরের নাবালিকা মৃত্যুর তদন্ত, প্রতিবাদে থানা ঘেরাও
একই ঘটনা দেখা গিয়েছে জলপাইগুড়ি (Jalpaiguri) জেলাতেও। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ (Jalpaiguri Police Station)। এই ঘটনায় নির্যাতিতা আবার মূক ও বধির। ওই যুবকের সহবাসে নির্যাতিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। তারপরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বারংবার এমন ঘটনা ঘটতে থাকায় সমাজে যাচ্ছে ভুল বার্তা, এমনটাই মত বিশিষ্টদের। এমন ঘটনার অবসান ঘটাতে সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসতে বলে অভিমত সকলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *