Shatrughan Sinha : ‘ভারত জোড়ো যাত্রা যুগান্তকারী’, কংগ্রেসের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের শত্রুঘ্ন – trinamool mp shatrughan sinha praises congress bharat jodo yatra


Congress Bharat Jodo Yatra : তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে রাহুলের ভারত জোড়ো যাত্রার (Bharat Jodo Yatra) প্রশংসা করলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। যাত্রাকে ‘বৈপ্লবিক’, ‘যুগান্তকারী’ বলে প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। লোকসভা নির্বাচনে কংগ্রেসের (Congress) এই যাত্রা প্রভাব ফেলবে বলেও মনে করছেন আসানসোলের (Asansol) তৃণমূল সাংসদ। এদিকে, সোমবার হরিয়ানায় প্রবেশ করেছে যাত্রা। পদযাত্রায় রাহুলের সাথে অনেক মহিলাকে হাঁটতে দেখা যায়।

Bharat Jodo Yatra : মুর্শিদাবাদে শুরু ‘ভারত জোড়ো যাত্রা’, ১৬০ কিমি পথ হাঁটবেন অধীর
আসানসোলের (Asansol সাংসদ আরও বলেন যে দেশে এমন যাত্রা আগে কখনও হয়নি। রাহুলের ব্যক্তিত্ব দেশের যুবদের নিঃসন্দেহে উৎসাহিত করবে বলে মনে করছেন তিনি। যাত্রা যাতে সাফল্য পায়, তার জন্য রাহুলকে শুভেচ্ছাও জানিয়েছেন শত্রুঘ্ন। গত বছর সেপ্টেম্বর থেকে শুরু হয় এই যাত্রা। একাধিক জায়গায় এই যাত্রায় রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছে রাজনীতির বাইরের মানুষজনকেও। তৃণমূলকে এই যাত্রায় যোগদানে আহ্বান জানানো হলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল সেই আবেদন প্রত্যাখ্যান করে। তারই মধ্যে যাত্রা নিয়ে শত্রুঘ্নর মুখে রাহুলে প্রশংসা, তৃণমূলকে অস্বস্তিতে ফেলল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Bharat Jodo Yatra: নদিয়া থেকে ভারত জোড়ো যাত্রার মঙ্গল ঘট চুরি
উত্তরপ্রদেশ থেকে হরিয়ানায় ঢুকেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। পদযাত্রায় নারী ক্ষমতায়নকে প্রধান্য দেওয়া হয়েছে। যাত্রা শুরুর আগে রবিবার সোসাল মিডিয়া এই সংক্রান্ত একটি বার্তাও দিয়েছেন কংগ্রেস সাংসদ জোথিমনি এবং দলের শীর্ষ নেতা জয়রাম রমেশ। নারীশক্তিকে শক্তিশালী করতে পদযাত্রায় মহিলাদের প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে টুইট বার্তায় জানিয়েছেন কংগ্রেস সাংসদ। কংগ্রেস নারীদের ক্ষমতায়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) জন্মবার্ষিকী। সেদিনের ভারত জোড়ো যাত্রায় বহু নারীকে রাহুলের সঙ্গে হাঁটতে দেখা গিয়েছিল। গত ডিসেম্বর মাসে মহিলা সশক্তিকরণ দিবসে ওয়েনাডের সাংসদের সঙ্গে পদযাত্রায় বহু মহিলা পা মেলান। এদিকে, পুরো পদযাত্রায় শীতকে উপেক্ষা করে টি-শার্ট পরে রাহুলের পদযাত্রা দলের অন্যান্যদের মধ্যে ফেলেছে প্রভাব। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডির ছেলেকে ভারত জোড়ো যাত্রায় দেখা গিয়েছে খালি পায়ে হাঁটতে। রাহুলের থেকেই এই অনুপ্রেরণা বলে একটি সংবাদসংস্থাকে সাক্ষাৎকারে জানিয়েছেন কেরলের প্রাক্তন মুখমন্ত্রীর ছেলে।

Bharat Jodo Yatra : ভারত জোড়ো যাত্রায় সামিল বামপন্থী বাদশা, জোলঘোলা হতেই মুখ খুললেন অভিনেতা
উল্লেখ্য, হরিয়ানার কুরুক্ষেত্রে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra)। আগামী দু’দিন এই যাত্রা চলবে BJP শাসিত রাজ্যে। এরপর আম্বালা হয়ে সেটি প্রবেশ করবে AAP শাসিত পঞ্জাবে। গত বছর ৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কন্যাকুমারীকা থেকে শুরু হয় রাহুল গান্ধীর (Rahul Gandhi) নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা। আগামী ৩০ জানুয়ারি শ্রীনগরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে যাত্রা শেষ হবে। পদযাত্রাটি এখন পর্যন্ত তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি এবং উত্তরপ্রদেশ শেষ হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *