রবিবার হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে (Howrah NJP Vande Bharat Express) তৃতীয়বার পাথর হামলার অভিযোগ ওঠে। বোলপুর স্টেশনে (Bolpur Station) ঢুকতেই যাত্রীরা অভিযোগ জানান, বিহারে বারসই স্টেশন ছাড়াতেই ট্রেন লক্ষ্য করে ছোড়া হয়েছে ঢিল। পাথরের আঘাতে ক্ষতিগ্রস্থ ট্রেনের C11 কোচ। কামরার জানলায় ধরা চিড় এবং ক্ষতচিহ্ন দেখে পাথর হামলার দাবি উঠলেও রেল জানাচ্ছে ওই চিড় পাথরের আঘাতে হয়নি।
রবিবার বোলপুর (Bolpur) স্টেশনে হাওডা়মুখী বন্দে ভারত সেমি হাইস্পিড ট্রেন ২ মিনিটের বদলে ১০ মিনিট দাঁড়ানোয় খবর ছড়ায় ফের পাথর হামলা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে। C11 কোচের কয়েকজন যাত্রী দাবি করেন তারা ট্রেনের জানলায় ঢিল পড়ার আওয়াজ শুনেছেন। সেই মতো C11 কোচের জানালার কাচ পরীক্ষা করেন আরপিএফ। জানালায় হালকা স্ক্র্যাশ্চ এবং দাগও দেখতে পাওয়া যায়। যদিও রেলের রিপোর্টে দাবি, C11 কোচের কামরার জানালায় ওই দাগ পাথর ছোড়ার জন্য হয়নি। অতএব তৃতীয়বার পাথর হামলার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে রেল।
উল্লেখ্য, বাংলায় সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত যাত্রা শুরু করতেই পাথর হামলার অভিযোগ ওঠে। যাত্রার তৃতীয়দিনেই পাথরের আঘাতে ভেঙে পড়ে বন্দে ভারতের কোচের দরজা। প্রথমবার মালদায় (Malda) এবং দ্বিতীয়বার নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) কাছে পাথর হামলার ঘটনা ঘটে। এ রাজ্যে চলা প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে ঢিল ছোড়া নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। ঢিল পশ্চিমবঙ্গের না বিহারের? তা নিয়ে তোলপাড় হয় রাজ্য রাজনীতি।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।
