Hilsa Price : শীতেও ইলিশের জোগান এই জেলায়, দাম কত জানেন? – padma hilsa fishes are found in lalgola but in raninagar fishermen cannot catch afraid of crocodiles


শীতকালেও ইলিশের যোগান পদ্মায়, অন্যদিকে ইলিশের অভাবে হাহুতাশ রানিনগরের মৎসজীবীদের।

 

Hilsa Price.
শীতেও ইলিশের যোগান পদ্মায়

হাইলাইটস

  • লালগোলার মৎস্যজীবীদের জালে উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
  • অন্যদিকে কুমিরের ভয়ে জলে নামতে না পারায় হাত কামড়াচ্ছেন রানিনগরের মৎসজীবীরা।
  • মৎস্য সংগ্রহ করতে না পেরে হতাশ রানিনগর, জলঙ্গির মৎস্যজীবীরা।
Ilish : কারও পৌষ মাস তো কারও সর্বনাশ। লালগোলার মৎস্যজীবীদের জালে যখন ঝাঁকে ঝাঁকে উঠছে পদ্মার সোনালি ফসল, তখন কুমিরের ভয়ে জলে নামতে না পারায় হাত কামড়াচ্ছেন রানিনগর (Raninagar), জলঙ্গির (Jalangi) মৎস্যজীবীরা। অসময়েও উদার পদ্মা। ঝাঁকে ঝাঁকে মিলছে পদ্মার ইলিশ। শীতেও ফরাক্কার উচ্চ অববাহিকায় এত পরিমাণ ইলিশ (Hilsa Fish) দেখে অবাক মৎস্য বিজ্ঞানীরাও। তবে কুমিরের জ্বালায় মৎস্য সংগ্রহ করতে না পেরে হতাশ রানিনগর, জলঙ্গির মৎস্যজীবীরা। গত ১৪ ডিসেম্বর থেকে মরা পদ্মায় দাপিয়ে বেড়াচ্ছিল একটা পূর্ণবয়স্ক কুমির। সম্প্রতি তার দেখা না মিললেও ভয় কাটেনি মৎস্যজীবীদের। শীতের ঠান্ডা মিঠা জলেও ঝাঁকে ঝাঁকে বয়ে যাচ্ছে দেড় দু’কেজি সাইজের ইলিশ। জাল নিয়ে জলে নামতে না পারায় আফসোস করছেন তাঁরা। যদিও অসময়ে ইলিশের লোভে অনেকে কুমিরের ভয় উপেক্ষা করেও পাড় থেকেই খেয়া জাল ফেলে জল থেকে ছেঁকে দু-একটা ইলিশ তুলে আনছেন।

Ilish Fish: ওপার বাংলায় ২২ দিন ইলিশে ‘নিষেধাজ্ঞা’, পুজোর আগে দাম বাড়বে কলকাতায়?
এ বছর শীতেও ইলিশের যোগান দিচ্ছে পদ্মা। অসময়ে পদ্মা মৎস্যজীবীদের উপহার দিচ্ছে লাল পেটের সোনালি ফসল। লালগোলার বাজার মো মো করছে ইলিশের গন্ধে। কারও সাইজ দেড় কেজি। কেউ দু’কেজি। আটশো থেকে এক কেজি সাইজের ইলিশও মিলছে প্রচুর। দাম সাইজ অনুপাতে আড়াই হাজার থেকে এক হাজার টাকা। লালগোলার মীনাবাজার যখন ইলিশের গন্ধে ভরপুর, তখন রানিনগর থানার শেখপাড়া মাছের বাজারে কার্যত মাছি তাড়াচ্ছেন মাছ ব্যবসায়ীরা। শেখপাড়া মাছ বাজারে পদ্মার মাছ কিনতে ইসলামপুর, বহরমপুর থেকেও অনেকে আসেন। এবার খাঁ খাঁ করছে বাজার। অথচ অসময়ে পদ্মা দিয়ে ভেসে যাচ্ছে ইলিশের ঝাঁক।

ইলিশ কবে আসবে ঘরে
শীতের মরশুমে কার্যত পদ্মায় ইলিশের দেখা মেলে না। বর্ষায় ডিম ছাড়তেই ইলিশ মোহনা দিয়ে পদ্মা কিংবা গঙ্গার মিঠা জলে আসে। ফরাক্কা ব্যারেজে ধাক্কা খেয়ে ফের সমুদ্রমুখী হতে শুরু করে ইলিশ। ততদিনে ইলিশ ডিমও ছেড়ে দেয়। খোকা ইলিশও নোনা জলের খোঁজে পাড়ি দেয়। এবার কীভাবে ইলিশ পদ্মার উচ্চ অববাহিকায় তা নিয়ে চিন্তায় ফরাক্কা ইলিশ গবেষণাগারের বিজ্ঞানিরা। তবে কুয়াশার চাদরে মোড়া পদ্মায় ওঁত পেতে ইলিশ তুলছেন লালগোলার মৎস্যজীবারা। আর নিম্ন অববাহিকায় পাড়ে বসে হতাশা জলঙ্গি, রানিনগরের মৎস্যজীবীরা। কাহারপাড়ার মৎস্যজীবী জীবন হালদার বলেন, “কুমিরের ভয় তাড়া করে বেড়াচ্ছে বলে জলে নামতে পারছি না। আর এবার শীতেও পদ্মায় ইলিশের ঝাঁক। ধরতে না পেরে ভালই আফসোস হচ্ছে।”

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *