Didir Suraksha Kavach : পাখির চোখে পূর্ব মেদিনীপুর, ‘দিদির সুরক্ষা কবচ’ শুরু জেলা তৃণমূল নেতৃত্বের – purba medinipur tmc leader started campaign on didir suraksha kavach scheme


West Bengal News : টার্গেট পঞ্চায়েত। তালিকার প্রথম সারিতে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নিজের কেন্দ্রের জেলা পূর্ব মেদিনীপুর (Purba Medinipur)। জন সংযোগের লক্ষ্যে রাজ্যের শাসক দলের নব্য কর্মসূচি ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) নিয়ে বুধবার মাঠে নামল তৃণমূলের জেলা তৃণমূল নেতৃত্ব। জন সাধারণের বাড়ি, বাড়ি গিয়ে সরকারের জনমোহিনী প্রকল্পের বাস্তবিক খতিয়ান সম্পর্কে অবগত হতে পরিক্রমা শুরু করল তৃণমূল নেতৃত্বরা।

Didir Suraksha Kawach : মন্দিরে পুজো দেওয়া থেকে চায়ের ঠেকে আড্ডা, হুগলিতে ‘দিদির সুরক্ষা কবচ’-এর সূচনা মন্ত্রীর
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার ক্ষমতায় আসার পর সাধারণ মানুষের জন্য একের পর প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের সুযোগ সুবিধে পাচ্ছে কিনা, যদি না পায় কেন পাচ্ছে না? সেই সমস্ত দিকগুলি খতিয়ে দেখতেই গত ২ জানুয়ারি, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির ঘোষণা করেন। সেই কর্মসূচি রাজ্যের প্রতিটি জেলায় আজ থেকে শুরু হয়েছে। আগামী ফেব্রুয়ারী মাস পর্যন্ত চলবে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বুধবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ব্লকে ব্লকে এবং পুর এলাকায় ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচির শুভ সূচনা ঘটেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্দেশে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করতে মাঠে নেমে পড়লেন তৃণমূল নেতৃত্ব থেকে বিধায়করা।

Didir Suraksha Kawach : ক্যানিংয়ে বিধায়কের হাত ধরে প্রচার শুরু ‘দিদির সুরক্ষা কবচ’, পঞ্চায়েতের আগে জনসংযোগে তৃণমূল
বুধবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে, হলদিয়া উন্নয়ন ব্লকে মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী, পাঁশকুড়া ব্লকে তমলুকের বিধায়ক তথা তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র, পাঁশকুড়ার ঘোষপুরে তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান পীযুষ কান্তি ভুঁইয়া, পাঁশকুড়ার গোবিন্দনগরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এগরায় বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতি, পটাশপুরে বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক এবং চণ্ডীপুরে তৃণমূল নেতা অভিজিৎ দাস জন সংযোগ শুরু করেন।

Didir Suraksha Kavach : শুরু হল ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি, হাওড়ায় জনসংযোগে তৃণমূল কর্মীরা
এদিন হলদিয়া উন্নয়ন ব্লকের উদ্যোগে ‘দিদির সুরক্ষা কবচ‘ (Didir Suraksha Kavach) কর্মসূচি শুভ সূচনা হয়। এদিন ব্রজলালচক শীতলা মন্দিরে পুজো দিয়ে কর্মসূচির শুভ সূচনা হয়। তারপর এলাকায় এলাকায় গিয়ে সাধান মানুষের সাথে জন সংযোগ করেন প্রতিনিধিরা। অন্যদিকে, বুধবার সকালে এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের সংযোগ কর্মসূচিতে গেলেন এগরা বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সভাপতি তরুণ কুমার মাইতি। এদিন সকাল ৯ টা সময় প্রথমে বরিদা গ্রাম পঞ্চায়েতে একটি মহাদেব মন্দিরে পুজো দেন। গ্রামের বাসিন্দাদের সুবিধা অসুবিধার কথা খোঁজখবর নেন বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি বলেন “এই কর্মসূচি দুটি পর্বে চলবে। প্রথমে জেলা পরিষদের সভাপতির, সাংসদ ও বিধায়ক যাবেন। তাঁরা তৃণমূল কর্মী বাড়ীতে রাত্রি যাপন করবেন। এরকম করে ৭ দফা কর্মসূচি পালন হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *