Raiganj News : দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধারে এসে চক্ষু চরক গাছ পুলিশের, মিলল বিপুল পরিমাণের গাঁজা – lots of cannabis packets recovered from a accident car in islampur


West Bengal News : বৃহস্পতিবার একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার ইসলামপুর (Islampur) থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের অলিগঞ্জ এলাকা। সূত্রের খবর, এদিন এই এলাকায় একটি গাড়ি (Car) দুর্ঘটনাগ্রস্ত হয়। তারপর যা হল তাতে সবার চোখ ছানাবড়া হয়ে যায়। ওই দুর্ঘটনাগ্রস্থ গাড়ি (Car) থেকেই উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা (Cannabis)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ (Raiganj) অভিমুখী একটি গাড়ি একটি ভুটভুটিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এরপরই ওই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক।

Basanti Highway Accident : বাসন্তী হাইওয়েতে ইঞ্জিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা, মৃত ১
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ (Islampur Police Station)। গাড়িটি উদ্ধারের সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত হয় প্রায় ৩৩টি গাঁজার প্যাকেট। কোথা থেকে সেগুলি আনা হচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি গাড়ির চালকেরও খোঁজ চালানো হচ্ছে।

Bardhaman Road Accident : দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই সরকারি বাস, জখম ৪
এই বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মহম্মদ রাজীব জানান, “ভুটভুটিটি স্থানীয় একটি জায়গা থেকে বাঁশ কেটে বাজারে যাচ্ছিল তা বিক্রি করার জন্য। ভুটভুটি নিজের মতন রাস্তার ধার দিয়েই চলছিল। কিন্তু ইসলামপুরের দিক থেকে আসা একটি চার চাকা গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে প্রথম ভুটভুটিটিকে ধাক্কা মারে, তারপর আবার নিয়ন্ত্রন হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় আমি এলাকার লোকদের থেকে জানতে পারি যে সেই সময়েই ড্রাইভার গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। তখনই আমরা কিছু একটা গণ্ডগোল আছে বলে সন্দেহ করি, এবং পুলিশকে খবর দিই।” ভুটভুটির চালক সুস্থ আছেন বলে জানান রাজীব। এছাড়াও তিনি বলেন, “ভুটভুটিতে চালক ছাড়াও আর একজন ছিলেন, তাঁর মাথায় ও পেটে চোট লেগেছে ও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”

Gangasagar Mela Accident: গঙ্গাসাগরের পথে বড় দুর্ঘটনা, অ্যাম্বুলেন্স ও যাত্রীবোঝাই গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত ১০
এই ঘটনার সঙ্গে কয়েকমাস আগে পাশের জেলা দক্ষিন দিনাজপুরে হয়ে যাওয়া একটি ঘটনার মিল পাচ্ছে পুলিশ। গত বছর জুলাই মাসে ঠিক একইরকম ভাবে একটি গাড়ি দুর্ঘটনায় পরে বালুরঘাট শহর থেকে কিছুটা দূরে। গাড়িটি অন্য একটি গাড়িকে ধাক্কা মেরে নিয়ন্ত্রন হারিয়ে উলটে যায়। কাছাকাছি এলাকাতেই পুলিশের একটি পেট্রোল টিম থাকায় তাঁরা ছুটে এসে গাড়ি থেকে চালককে উদ্ধার করেন। কিন্তু তারপরের ঘটনা মোড় নেয় অন্যদিকে। গাড়ি থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে হেফাজতে নেওয়া হয় চালককে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *