রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরে চূড়ান্ত জলঘোলা হচ্ছিল। আদিল নাকি রাখির সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিয়েকে স্বীকারই করতে চাইছেন না। লাভ জিহাদের ভয়েই নাকি সম্পর্কের দায়িত্ব থেকে পিছিয়ে যাচ্ছেন রাখি। আর বেশ কিছু মাস ধরে সেই কারণেই মানসিক যন্ত্রণায় রয়েছেন রাখি। দীর্ঘ টালবাহানার পর অবশেষে সোমবার মুখ খুললেন আদিল। খুল্লাম খুল্লা সোশ্যাল মিডিয়ায় (social Media) প্রকাশ করলেন তাঁর অবস্থান।