Bankura News : ‘এখনই BDO-কে ফোন করুন…’, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভের মুখে কোতলপুরের BJP বিধায়ক – bankura bjp mla harakali pratihar faced protest for bad road condition in kotalpur area


West Bengal Local News : তৃণমূলের ঘোষিত ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kavach) কর্মসূচির প্রচারে বেরিয়ে রাজ্য জুড়ে ‘দিদির দূত’দের সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়ার ঘটনা প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। এবার তৃণমূলের কর্মসূচির ধরন অনুযায়ী জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া জেলার বিজেপি বিধায়ক। ‘জনসংযোগ যাত্রা’য় বেরিয়ে এবার সাধারণ মানুষেরই ক্ষোভের মুখে পড়লেন কোতুলপুরের বিজেপি বিধায়ক হরকালী প্রতিহার। কোতুলপুরের নেতাজি মোড়ে স্থানীয় টোটো চালকদের সঙ্গে কথা বলতে গিয়ে ক্ষোভের মুখে পড়েন বিজেপি বিধায়ক। স্থানীয় এলাকার উন্নয়ন ও রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন টোটোচালকরা। রাস্তাঘাট মেরামতির প্রশ্নে তিনি কেন এত উদাসীন, এই প্রশ্নের মুখেও পড়তে হয় বিধায়ককে। এই ধরনের পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না বিজেপি বিধায়ক। কোনও রকমে প্রশ্নের জবাব দিয়ে এলাকা ছাড়তে দেখা যায় তৃণমূল বিধায়ককে। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনে ঘটনায় স্বাভাবিকভাবে গেরুয়া শিবিরের অস্বস্তি বেড়েছে।

Didir Suraksha Kawach : ‘হাসপাতালে পরিষেবা মেলে না…’, ফের একবার বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ তৃণমূল বিধায়ক নেপাল
রাস্তা নিয়ে স্থানীয় গাড়িচালক থেকে শুরু করে পথচারীদের ক্ষোভ দীর্ঘদিনের। বেহাল রাস্তা প্রসঙ্গে টোটো চালক শিবরাম পাল বলেন, ‘গোগড়া থেকে মদনমোহনপুর রাস্তা দীর্ঘদিন বেহাল সেদিকে বিধায়কের নজর নেই। এতোদিন এলাকায় ওঁকে দেখাই যায়নি। এখন পঞ্চায়েত ভোটের আগে ‘সিমপ্যাথি’ লাভের আশায় রাস্তায় নেমেছেন। সমস্যা সমাধানে স্থানীয় বিডিওকে ফোন করতে বললেও বিধায়ক সেই কাজ করেননি।’

Didir Doot: দক্ষিণের মতো উত্তরেও বিক্ষোভের মুখে দিদির দূতেরা, পরিষেবা নিয়ে অভিযোগ জলপাইগুড়ি-দার্জিলিংয়েও
এই নিয়ে বিজেপি বিধায়ককে তীব্র কটাক্ষ করেছে শাসকদল। তৃণমূলের কোতুলপুর ব্লক সভাপতি তরুণ নন্দীগ্রামী বলেন, ‘বিজেপি সুবিধাবাদী ও ধান্দাবাজ দল’ মানুষ এটা বুঝে গেছেন, তাই ঐ দলের বিধায়কের কাছে তাঁরা ক্ষোভ উগরে দিচ্ছেন। নির্বাচনে জেতার পর ঐ বিধায়ককে এলাকায় দেখা যায়নি, ভোট আসছে তাই তাঁকে দেখা যাচ্ছে।’

June Malia : ‘প্রশংসা শুনতে আসিনি…’, পটাশপুরে বিক্ষোভের মুখে ‘দিদির দূত’ জুন
যদিও বেহাল রাস্তার জন্য স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে দায়ী করেছেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘বিজেপি সার বছর মানুষের সঙ্গে জনসংযোগ করে, এটা নতুন কিছু নয়। ১১ বছরে তৃণমূল যা করেনি তা বিজেপির ওপর নিজেরাই চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তৃণমূলের জামা পরে তৃণমূলি কথা বললে হবেনা, মানুষের কথা বলতে হবে।’ সকলকে নিয়ে রাস্তার সমস্যা সমাধানে বিডিও, মহকুমাশাসক থেকে জেলাশাসকের কােছ পর্যন্ত তিনি যাবেন বলে জানিয়েছে বিজেপি বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *