জানা গিয়েছে, বালুরঘাট (Balurghat) সৃজনী ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার রাতে এক গণবিবাহের (Mass Marriage) আয়োজন করা হয়। যেখানে মূলত দুস্থ মেয়ে ও ছেলেদের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। সামাজিক কাজ গণবিবাহ অনুষ্ঠানের শুভ সূচনা করেন বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) চেয়ারম্যান অশোক কুমার মিত্র। এছাড়াও হাজির ছিলেন অন্যান্য বিশিষ্টজনরা। গণবিবাহের জন্য গত একমাস ধরে বালুরঘাটের বিভিন্ন প্রান্তে প্রচার চালান ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব প্রাঙ্গণে বড় প্যান্ডেল করে বিয়ের আয়োজন করা হয়। শুধুমাত্র বিয়ে নয়, কনে ও পাত্রপক্ষের ২৫ জনকে জলখাবার থেকে রাতে খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। গণবিবাহ দেখতে ক্লাব প্রাঙ্গণে জমেছিল বিশাল ভিড়। রাত দশটার বিয়ের লগ্নে রাতভর বিয়ে চলে পাত্র -পাত্রীদের। কনে সাজানো থেকে আনুষঙ্গিক সামগ্রী সবকিছুই ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।
বিষয়ে ক্লাবের সম্পাদক অরিন্দম চন্দ বলেন, “এবার ১৯ বছরে পড়ল আমাদের এই গণবিবাহের অনুষ্ঠান। এবার মোট ১০ জোড়া পাত্র-পাত্রীর বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। তবে বিগত বছরগুলিতে ৫৩ জোড়া পাত্র পাত্রীর বিয়ে দেওয়ার নজির রয়েছে আমাদের। শুধুমাত্র বিয়ে দেওয়াই নয়, বিয়ের পরের সাংসারিক জিনিসপত্র আমরা দম্পতিদের হাতে তুলে দিই। এছাড়াও আগামী ১৫ দিন যাতে খাবারের কোনওরকম সমস্যা না হয় তার জন্য রেশন সামগ্রী তুলে দেওয়া হয় নবদম্পতিদের হাতে।”
এমন শুভ অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রন জানানোর জন্য ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) চেয়ারম্যান অশোক কুমার মিত্র। তিনি বলেন, “এমন ভালো কাজে বারবার ছুটে আসতে ইচ্ছে করে। আমার খুবই ভালো লাগছে যে আমার হাতে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল। ১০ জোড়া নবদম্পতির জন্য আমার অনেক আশীর্বাদ রইল।” বালুরঘাট সৃজনী ক্লাবের এমন সামাজিক কর্মকাণ্ড কে কুর্নিশ জানিয়েছেন আপামর বালুরঘাট বাসীও।