যুবককে অপহরণ করে পালানোর সময় লালগোলা (Lalgola) থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে হরিহরপাড়া থানার পুলিশ (Hariharpara Police Station)। উদ্ধার করা হয়েছে একটি চারচাকা গাড়িও। অপহৃত যুবক ও অপহরণকারীদের সকলের বাড়ি মালদহ (Malda) জেলার কালিয়াচকে (Kaliachawk)। অভিযুক্তদের নাম ওয়াসিফ আলি, মহম্মদ আলাউদ্দিন, অজিত শেখ, হাজিকুল শেখ ও হাবিবুর খান।
সূত্রের দেওয়া খবর অনুযায়ী, মালদহের (Malda) কালিয়াচকের (Kaliachawk) বাসিন্দা আলি আকবর নামে এক যুবক মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়া (Hariharpara) থানার চোয়া এলাকায় তার শ্বশুরবাড়িতে তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিতে আসেন। এই আলি আকবর ও অপহরণকারী ওয়াসিফ আলি ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক পাঠানোর ঠিকাদার হিসাবেই পরিচিত। সূত্র মারফত আরও জানা গিয়েছে, লেনদেন সম্পর্কিত কারণে দুজনের মধ্যে ব্যবসায়ীক সম্পর্কে ফাটল ধরেছিল কিছুদিন আগে থেকেই। বৃহস্পতিবার মালদা (Malda) থেকে পাঁচ অপহরণকারী চোয়া এলাকায় আলি আকবরের শ্বশুর বাড়িতে হানা দিয়ে তাকে গাড়িতে তুলে চম্পট দেয়। পরিবারের লোক হরিহরপাড়া থানায় (Hariharpara Police Station) খবর দিলে পুলিশ আকবরের মোবাইল লোকেশন ট্র্যাক (Mobile Location Tracking) করে অপহরণকারী দলকে লালগোলা থেকে গ্রেফতার করে। লালগোলা থেকে জঙ্গিপুর হয়ে তারা মালদা যাওয়ার পরিকল্পনা করেছিল।
ওই পাঁচ অপহরণকারীকে গ্রেফতারের পাশাপাশি অপহৃত আলি আকবরকেও উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তি সুস্থই আছেন। এই বিষয়ে আলি আকবরের স্ত্রী বলেন, “আমার স্বামীকে খুনের উদ্দেশ্যেই অপহরণ করা হয়েছিল। ওয়াসিফ আলি আমার স্বামীর ব্যবসায়িক সঙ্গী। তারা বেশ অনেকদিন ধরেই একসঙ্গে ব্যবসা করছেন। কিছুদিন যাবত তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ওয়াসিফ আমার স্বামীকে ব্যবসায় ঠকাচ্ছিলেন। টাকা পয়সার হেরফেরও করছিলেন। আমার স্বামী বিষয়টি ধরতে পেরে ওয়াসিফকে এই বিষয়ে প্রশ্ন করলে দুজনের মধ্যে বচসা হয়। তখনই ওয়াসিফ আমার স্বামীকে দেখে নেওয়ার হুমকি দেয়।” বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর আদালতে তুলে পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে হরিহরপাড়া থানার তরফে (Hariharpara Police Station)।