Indian Railways: খাবার নিয়ে অশান্তি, চলন্ত ট্রেন থেকে রামপুরহাটের যুবককে ফেলে দেওয়ার অভিযোগ – unidentified person pushes birbhum man from running train near odisha


চলন্ত ট্রেনে হাড়হিম করা ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে বীরভূমে চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনের সহযাত্রীদের বিরুদ্ধে অন্য আরও এক যাত্রীদের ফেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ট্রেনের মধ্যে খাবার খাওয়ার সময় সামান্য বিষয় নিয়ে বচসার কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। শুক্রবার গভীর রাতে আপ চেন্নাই-গুয়াহাটি তিনসুকিয়া এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটেছে। ওড়িশা পার হওয়ার পর ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে সহযাত্রীদের বিরুদ্ধে। বীরভূমের রামপুরহাটের দাদপুর গ্রামের ঈদেল শেখ নামে এক যুবককে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায়।

Uttar Pradesh: জয় শ্রীরাম বলতে ‘অস্বীকার’, চলন্ত ট্রেনে সংখ্যালঘু যাত্রীকে বেধড়ক মার
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঈদেল শেখ পেশায় রাজমিস্ত্রি। শুক্রবার চেন্নাই থেকে রামপুরহাটের বাড়ি ফিরছিলেন তিনি। শ্যালক নেকবর শেখ ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন। তিনিই বিষটি পরিবার কে জানায়। পরিবারের তরফে রামপুরহাট রেল পুলিশকে এই ঘটনার কথা জানানো হয়। রামপুরহাট স্টেশনে ট্রেনটি ঢোকার পরই রেল পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় ওই যুবকের পরিবার। অভিযোগের ভিত্তিতে রেল পুলিশ অসমের দুই যুবককে আটক করেছে শনিবার সকালে। এখনও পর্যন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া ওই যুবকের কোনও সন্ধান পাওয়া যায়নি।

Cooch Behar Accident: নাকা চেকিংয়ের সময় দুর্ঘটনায় মৃত ২, সিভিক ভলান্টিয়ারদের কাঠগড়ায় তুলে রাস্তা অবরোধ স্থানীয়দের
ঈদেল শেখের শ্যালক মেঘবর শেখ বলেন, ‘অভিযুক্তরা ট্রেনে ভাত খাচ্ছিল। ধাক্কা লেগে সামান্য খাবার পড়ে যায়। আমার জামাইবাবুকে গালাগালি করে। জামাইবাবু প্রতিবাদ করতে তাঁকে মারধর করা হয়। আমি পিছনে ছিলাম। কিছুক্ষণ পরই আমি আমার জামাইবাবুকে দেখতে পাইনি। ওড়িশার কাছে এই ঘটনা ঘটেছে। আমরা চেন্নাইযে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলাম। এরা সকলেই মদ খেয়েছিল।’

Rathin Ghosh : ‘আমার সামনে কিছু হয়নি…জানতাম না’, দত্তপুকুর চড়কাণ্ডে মন্তব্য মন্ত্রী রথীনের
নিখোঁজ ব্যক্তি ঈদেল শেখের শ্যালিকা হেনসি খাতুন বলেন, ‘ট্রেন থেকে আমার ভাই আমাকে ফোন করে গোটা ঘটনার কথা জানায়। আমার স্বামীকে ফেলে দিয়েছে না নামিয়ে দিয়েছে বলতে পারছিল না। আমার বোনের পরামর্শে জিআরপি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম। আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ খবর পাই। বলেছিল ঈদেলকে খুব মার মেরেছে। মুখ ফাটিয়ে দেওযা হয়েছে। আমাদের আত্মীকে খুঁজে পাওয়া যায়নি। খাবার পড়ে যাওয়া নিয়ে বচসার কারণেই এই মারধরের ঘটনা ঘটেছে। কোনখানে ফেলেছে সেটাও আমার জানি না। আমরা চাই পুলিশ আমাদের আত্মীয় খুঁজে বের করুক। সে বেঁচে আছে কি না, সেটাও জানি না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *