West Bengal Teacher Recruitment Scam: রহস্যজনক ডায়েরিতে সব নাম লেখা!কুন্তলের বিরুদ্ধে ৩০ কোটি আত্মসাতের অভিযোগ ED-র – ed claim kuntal ghosh takes 30 crore in teacher recruitment scam at bankshall court


১৯ কোটি নয়, চাকরি দেওয়ার নাম করে কমপক্ষে ৩০ কোটি টাকা নিয়েছে যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, তাঁকে আদালতে পেশ করে এমনটাই দাবি করল ED। পাশাপাশি কুন্তলের ফ্ল্যাট থেকে একটি ‘রহস্যজনক ডায়েরি’ পাওয়া গিয়েছে বলেও আদালতে দাবি করেছে ED। সেখানে কার কাছে কত টাকা আছে লেখা আছে সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য উল্লেখিত রয়েছে বলেও তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়। এদিন আদালতে সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার তরফে দাবি করা হয়েছে, “এই ঘটনার তদন্তে নেমে ভারত মহাসাগর মনে হয়েছিল। এখন মনে হচ্ছে প্রশান্ত মহাসাগর।” উল্লেখ্য, নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে নেমে শনিবার সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করে ED। চাকরির নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিকে গ্রেফতারির পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ED আধিকারিকদের হাতে গ্রেফতার হওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেছিলেন, “তাপস মণ্ডল আমার থেকে ৫০ লাখ টাকা ঘুষ চেয়েছিল। সেই অর্থ দিতে অস্বীকার করি বলে আমার সঙ্গে এসব হচ্ছে।” তিনি কোনও অর্থ নেননি বলেও দাবি করেছিলেন। একইসঙ্গে দলের বিষয়টি টেনে না আনার আবেদন করতে শোনা যায় তাঁকে।

Kuntal Ghosh Hooghly TMC : ‘দলকে জড়াবেন না’, ফুঁসে উঠলেন ‘পার্টিজান’ কুন্তল
প্রাথমিকভাবে যে তথ্য সামনে উঠে আসছিল, তাতে ১৯ কোটি প্রসঙ্গ উঠে আসে। তাপস মণ্ডলের মুখেও একাধিকবার ১৯ কোটি প্রসঙ্গ শোনা যায়। কিন্তু, কমপক্ষে ৩০ কোটি টাকা কুন্তল নিয়েছে বলে আদালতে দাবি করে ED। এদিন তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। পালটা কুন্তলের আইনজীবী সওয়াল করেন, “তাপস তদন্তে সহযোগিতা করছেন বলে তাঁকে গ্রেফতার করা হয়নি। কুন্তলও তদন্তে সহযোগিতা করেছিলেন। কিন্তু, কেন সেক্ষেত্রে তাঁকে গ্রেফতার করা হল?” অন্যদিকে, ED-র পক্ষ থেকে জানানো হয়, ২০ জানুয়ারি তাঁর ফ্ল্যাটে তদন্তকারীরা অভিযান চালান। ২১ তারিখ সকালে তল্লাশি শেষ হয়। রাতভর তল্লাশি চলে। এই সময় কুন্তল তদন্তে সহযোগিতা না করার জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

SSC Scam Case : নথি নিয়ে নিজামে ফের তলব কুন্তল, তাপসকে
অন্যদিকে, কুন্তলের তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তাপস মণ্ডল। তিনি জানান, তাঁর কুন্তলের সঙ্গে কোনও ব্যক্তিগত সমস্যা নেই। অনেকের থেকে টাকা নিয়ে ফেরত দেননি কুন্তল, এই দাবিও করেছেন তিনি। আর তাই বিষয়টি তদন্তকারী আধিকারিকদের জানিয়েছেন বলে মন্তব্য করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *